HomeMobilesTecno Camon 18i গেমিং প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল,...

Tecno Camon 18i গেমিং প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জানুন

টেকনো ক্যামন ১৮ আই ফোনের দাম রাখা হয়েছে ৮৪,৫০০ নাইজেরিয়ান নাইরা, যা প্রায় ১৫,৪০০ টাকার সমান

Tecno একপ্রকার চুপিচুপি তাদের Camon সিরিজের তৃতীয় ফোন, Tecno Camon 18i লঞ্চ করল। আপাতত নাইজেরিয়ায় পাওয়া যাবে ফোনটি। এর আগে এই সিরিজের আওতায় Tecno Camon 18, Tecno Camon 18P ফোন দুটি বাজারে এসেছিল। নতুন Tecno Camon 18i ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফোনটি বড় ডিসপ্লে ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। আসুন Tecno Camon 18i এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Camon 18i দাম

টেকনো ক্যামন ১৮ আই ফোনের দাম রাখা হয়েছে ৮৪,৫০০ নাইজেরিয়ান নাইরা, যা প্রায় ১৫,৪০০ টাকার সমান। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি একাধিক কালারে পাওয়া যাবে।টেকনো ক্যামন ১৮ আই অন্যান্য দেশে কবে আসবে তা এখনও জানা যায়নি।

Tecno Camon 18i স্পেসিফিকেশন, ফিচার

টেকনো ক্যামন ১৮ আই ফোনে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০.৫:৯ এসপেক্ট রেশিও সহ এসেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Camon 18i ফোনের পিছনে কোয়াড এলইডি সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর‌। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 18i ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডুয়েল সিমের এই ফোনে চার্জিয়ের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। সিকিউরিটির জন্য উপস্থিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড হাইওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে।

RELATED ARTICLES

Most Popular