Top 5 SUV: মারুতির গর্ব ভেঙে চুরমার করল টাটা, দেশের সর্বাধিক বিক্রিত এসইউভি এখন Nexon

Avatar

Published on:

Top 5 best selling SUVs in September 2023 tata Nexon reclaims first spot

ভারতে মুড়ি মুড়কির মতো বিকোচ্ছে এসইউভি (SUV) গাড়ি। আধুনিক ফিচার দ্বারা ভরপুর এই মডেলগুলি সুরক্ষার দিক থেকেও হ্যাচব্যাক মডেলগুলির তুলনায় এগিয়ে। আবার অত্যাধুনিক স্টাইলিংয়ের কারণে এসইউভি গাড়িগুলি অসংখ্য গ্রাহকের হৃদয় জিতে নিয়েছে। দিন দিন এই জাতীয় মডেলের বিক্রি বেড়েই চলেছে। সেপ্টেম্বরেও যার ধারা অব্যাহত। চলুন আগের মাসে ভারতে কোন পাঁচটি এসইউভি মডেল সর্বাধিক বিক্রি হয়েছে, জেনে নেওয়া যাক।

Hyundai Venue

১২,২০৪ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার পঞ্চম স্থান দখল করে রেখেছে Hyundai Venue। আগের বছর সেপ্টেম্বরে গাড়িটি মোট ১১,০৩৩ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছিল। ফলে এবারে বেচাকেনা ১১% বৃদ্ধি পেয়েছে। এটি হুন্ডাই-এর দ্বিতীয় বেস্ট-সেলিং এসইউভি, যার প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Nexon।

Hyundai Creta

সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তালিকার চতুর্থ স্থান দখল করেছে Hyundai Creta। গেল মাসে মোট ১২,৭১৭ ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে গাড়িটি। যেখানে এক বছর আগে ওই সময়ে বেচাকেনা হয়েছিল ১২,৮৬৬ ইউনিট। ফলে এবারে গাড়িটির বিক্রি ১% কমেছে। শীঘ্রই গাড়িটি আপডেট পেতে চলেছে। অ্যাডাস ফিচার সমেত হাজির হতে পারে এটি।

Tata Punch

তিন নম্বরে জায়গা করে নিয়েছে Tata Punch। সংস্থার এন্ট্রি লেভেল এসইউভি মডেলটি সবচেয়ে সস্তার ৫-স্টার সেফটি রেটিং প্রাপ্ত গাড়ি। গত মাসে মোট ১৩,০৩৬ ক্রেতা গাড়িটি বাড়ি নিয়ে এসেছেন, যেখানে আগের বছর ওই সময়ে বেচাকেনা ১২,২৫১ ইউনিট হওয়ায় এবারের বিক্রিতে ৬% উত্থান লক্ষ্য করা গেছে।

Maruti Suzuki Brezza

Maruti Suzuki Brezza বর্তমানে দেশের দ্বিতীয় বেস্ট সেলিং এসইউভি। আগের মাসে মোট ১৫,০০১ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে মারুতি সুজুকি। যেখানে ২০২২-এর সেপ্টেম্বরে গাড়িটি মোট ১৫,৪৪৫ ইউনিট বিক্রি হয়েছিল। ফলে এর বিক্রিবাটা ৩% সঙ্কুচিত হয়েছে।

Tata Nexon

দীর্ঘদিন বাদে পুরনো ফর্মে ফিরে এসেছে Tata Nexon। গত মাসে ১৫,৩৫২ ইউনিট বিক্রির ফলে মারুতিকে পিছনে ফেলে বেস্ট সেলিং এসইউভির লিস্টে শীর্ষস্থান দখল করেছে এটি। যেখানে গেল বছর ওই সময়ে ১৪,৫১৮ ক্রেতার সন্ধান পেয়েছিল নেক্সন। ফলে বিক্রি বেড়েছে ৬%।

সঙ্গে থাকুন ➥