TVS Apache RTR 160 4V এর দামে পরিবর্তন, জানুন নতুন দাম

Avatar

Published on:

কড়া চ্যালেঞ্জের মুখে পড়লেও, ভারতে ১৬০ সিসি-র মোটরসাইকেল মার্কেটে TVS Apache RTR 160 4V সবচেয়ে জনপ্রিয় মডেলের তকমা দীর্ঘদিন ধরে রেখেছে। যদিও বাজারের অন্যতম শ্রেষ্ঠ ভ্যালু ফল মানি বাইক হিসেবে পরিচিত Apache RTR 160 4V এখন কিনতে গেলে আপনাকে কিছুটা বেশি ব্যয় করতে হবে। কারণ টিভিএস, বাইকটি ডিস্ক ও ড্রাম ভ্যারিয়েন্টের দাম সম্প্রতি বাড়িয়েছে। আসুন TVS Apache RTR 160 4V এর নতুন দাম জেনে নিই…

১২৫০ টাকা দাম বাড়ার ফলে অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি-এর এর ড্রাম ব্রেক (পিছনে) ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে ১,০৮, ৫৬৫ টাকা (এক্স-শোরুম) এবং ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের (দু’দিকেই) মূল্য হয়েছে ১,১১, ৬১৫ টাকা (এক্স-শোরুম)। রেসিং রেড (Racing Red), মেটালিক ব্লু (Metallic Blue) ও নাইট ব্ল্যাক (Knight Black) রঙের মধ্যে বাইকটি বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত, মার্চে, Apache RTR 160 4V মোটরসাইকেলের আরও শক্তিশালী ভার্সন TVS বাজারে এনেছে। নেকেড মোটরসাইকেলটি এখন তার পূর্ববর্তী মডেলের তুলনায় ১.৭ বেশী হর্সপাওয়ার উৎপন্ন করবে। অর্থাৎ বর্তমানে টিভিএস ২০২১ অ্যাপাচি আরটিয়ার ১৬০ ৪ভি মোটরবাইকের ১৫৯.৭ সিসি ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ১৭.৪ বিএইচপি। আবার এটি পূর্বের ন্যায় সর্বাধিক ১৪.৭৩ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। 

পুরানো মডেলটির মতোই Apache RTR 160 4V মোটরবাইকের নতুন ভার্সনের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন থাকছে। প্রিমিয়াম মডেলের দু’দিকেই ডিস্ক ব্রেক পাওয়া যাবে। আবার বেস ভার্সনের পেছনে থাকবে ড্রাম ব্রেক। দুটি ভ্যারিয়েন্টে স্ট্যার্ন্ডার্ড হিসেবে টিভিএস, সিঙ্গেল-চ্যানেল এবিএস অফার করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥