Aadhaar Mobile Number Link: আধার-মোবাইল নম্বর লিঙ্ক না করলে ৫০০০ টাকা জরিমানা, নোটিশ জারি হতেই সাড়া

Avatar

Published on:

UIDAI Records Over 1 Crore Aadhaar Mobile Number Linked February

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ১০.৯৭ মিলিয়ন বা ১ কোটিরও বেশি ভারতীয় তাদের মোবাইল নম্বরকে আধার কার্ডের সাথে লিঙ্ক (Aadhaar With Mobile Number Link) করেছে বলে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI প্রদত্ত রিপোর্ট অনুসারে, আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্কিংয়ের পরিসংখ্যান ফেব্রুয়ারি মাসে ৯৩% উর্দ্ধমুখী হয়েছে। যেখানে কিনা জানুয়ারি মাসে মাত্র ৫৬.৭ লক্ষ রেজিস্ট্রেশনের আবেদন পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক বলে একটি নোটিস জারি করা হয়েছিল। আর যারা এই গাইডলাইন মেনে চলবেন না, তাদের নির্দিষ্ট তারিখ পেরিয়ে গেলে ৫,০০০ টাকার ফাইন দিতে হবে এমনটাও জানানো হয়। যারপর থেকেই মূলত আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সিঙ্ক (Aadhaar and Mobile Number Sync) করার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি রিপোর্ট অনুসারে, মোট ৯০ কোটি আধার-ধারক তাদের এই অনন্য আইডেন্টিফিকেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার কাজ সম্পন্ন করেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতি – “UIDAI ভারতের নাগরিকদের কল্যাণমূলক (ওয়েলফেয়ার) পরিষেবাগুলির সুবিধা পেতে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী (ভলেন্টারি) পরিষেবাগুলির অ্যাক্সেস পাওয়ার পাশাপাশি আরও ভাল এবং কার্যকর যোগাযোগ স্থাপনের জন্য তাদের মোবাইল নম্বরের সাথে আধার কার্ডকে লিঙ্ক করাতে উৎসাহিত করছে।”

প্রসঙ্গত, আধার কার্ড ব্যবহার করে ভারতীয়রা প্রায় ১৭০০টি কেন্দ্রীয় ও রাজ্য সমাজকল্যাণ ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT) এবং গভর্ন্যান্স স্কিম বা প্রকল্পের সুবিধা তুলতে পারবেন। এই বিষয়ে একাধিক বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে নোটিফিকেশনও পাঠানো হয়।

আধার কার্ডের ব্যবহার নিয়ে বলতে গিয়ে UIDAI জানিয়েছে, ফেব্রুয়ারী মাসে ২৬.৭৯ কোটিরও বেশি ‘ইলেক্ট্রনিক নো ইয়োর কাস্টমার’ বা ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন হয়েছিল, যা বেড়ে আজকের দিনে ১,৪৩৯.০৪ কোটিতে পৌঁছেছে।

সঙ্গে থাকুন ➥