Vivo Nex 5 ফোনে থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 888 প্রসেসর, জেনে নিন বাকি বিশেষত্ব

Avatar

Published on:

Vivo তাদের Nex সিরিজের একটি ফোনের উপর কাজ করছে বলে জানা গেছে। এই ফোনটি প্রিমিয়াম রেঞ্জে আসবে। এতে ব্যবহার করা হবে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই দাবি করেছে। পাশাপাশি তিনি Vivo Nex সিরিজের আপকামিং এই ফোনের বিষয়ে আরও তথ্য ফাঁস করেছেন।

টিপস্টার তার Weibo (চীনের মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, Vivo Nex সিরিজের এই ফোনটি নতুন ফর্ম, ডিজাইন, প্ল্যাটফর্ম সহ আসবে। শুধু তাই নয়, এতে নতুন ইমেজিং সলিউশন দেখা যাবে।

এর আগে গত এপ্রিলে শোনা গিয়েছিল, ভিভো নেক্স সিরিজের আপকামিং ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, ৬০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। সেক্ষেত্রে এটি কোম্পানির প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন হবে। উল্লেখ্য, ZTE, Xiaomi, Samsung (ফোল্ডেবল) ইতিমধ্যেই আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন বাজারে এনেছে।

গিজমোচীনা, তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, আপকামিং এই ফোনের নাম রাখা হবে Vivo Nex 5। এতে ১২০ ওয়াট সুপার ফ্ল্যাশচার্জ ও ৬০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার ফোনটি আইপি৬৮ রেটিং সহ আসবে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥