আসছে বাজেট ফোন Vivo Y31, থাকবে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ও ৪ জিবি র‌্যাম

Avatar

Published on:

গত সপ্তাহে থাইল্যান্ডের NBTC, ভারতের BIS, রাশিয়ার EEC, সিঙ্গাপুরের IMDA এবং ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল Vivo Y31 কে । যার পরেই নিশ্চিত হয়ে যায় এই ফোনটি শীঘ্রই লঞ্চ হবে। এবার ভিভো ওয়াই ৩১ কে গুগল প্লে কোনসোল ( Google Play Console) এ দেখা গেল। এখান থেকে ফোনটির প্রসেসর ও ডিজাইন সম্পর্কে জানা গেছে।

Google Play Console এ দেখা গেল Vivo Y31 কে

গুগল প্লে কোনসোল অনুযায়ী, ভিভো ওয়াই ৩১ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর থাকবে। আবার ফোনটি ৪ জিবি র‌্যামের সাথে আসবে। এছাড়াও ফোনটি আরও কিছু র‌্যাম ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে। আবার Vivo Y31 অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে।

এছাড়াও গুগল প্লে কোনসোল থেকে জানা গেছে, এই ফোনের ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটার ড্রপ নচ। ফোনটির ডান দিকে ভলিউম বাটন ও পাওয়ার বাটন থাকবে। আবার Vivo Y31 এর তলার দিকে থাকবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

জানিয়ে রাখি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্টার্ন্ডার্ন্ডস বা BIS সাইটে Vivo Y31 ফোনটিকে V2031 ও V2036 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল। BIS সার্টিফিকেশন পাওয়ার অর্থ অফিসিয়াল লঞ্চের পর ফোনটি ভারতেও উপলব্ধ হবে। এটি একটি বাজেট ফোন হবে।

সঙ্গে থাকুন ➥