Vivo Y76 5G লঞ্চ হতে আর মাত্র চার দিন বাকি, তার আগেই প্রকাশ্যে ডিজাইন সহ সমস্ত বৈশিষ্ট্য

Avatar

Published on:

ভিভো কয়েকদিন আগেই চীনে Y76s 5G মডেলের একটি স্মার্টফোন লঞ্চ করেছিল৷ সংস্থাটি এবার Y76s 5G-এর একটি ডাউনগ্রেড ভার্সন বাজারে আনার জন্য তোড়জোড় শুরু করেছে৷ যা Vivo Y76 নামে আগামী ২৩ নভেম্বর মালয়েশিয়াতে লঞ্চ করা হবে৷ আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশের আগেই Vivo Y76-এর রেন্ডার এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে৷

ভিভো ওয়াই ৭৬ স্পেসিফিকেশনস (প্রত্যাশিত) (Vivo Y76 Expected Specifications)

ওয়াই৭৬এস ফোনের ৬.৫৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ সেল্ফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে৷ ফোনের পিছনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷

Vivo Y76-এর অভ্যন্তরে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হবে৷ এটি ৮ জিবি  র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। আবার ফোনের স্টোরেজের অব্যবহৃত অংশকে ভার্চুয়াল র‌্যামে ( সর্বোচ্চ ৪ জিবি) পরিবর্তন করার প্রযুক্তি এতে উপলব্ধ।

ভিভো ওয়াই৭৬-এ ৪,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ফানটাচ ওএস-এর সঙ্গে শিপিং করা হবে এই ফোন৷ এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩.৫ মিমি অডিও জ্যাক পাওয়া যাবে৷ ফোনটির দাম কত হবে, তা জানা যায়নি৷ তবে অফিসিয়াল রেন্ডার অনুযায়ী, কমসিক অরোরা ও মিডনাইট স্পেস রঙের বিকল্প আসবে Vivo Y76৷

সঙ্গে থাকুন ➥