ফোনের চার দিকে ডিসপ্লে, সামনে এল Xiaomi-র সারাউন্ড ডিসপ্লে স্মার্টফোনের পেটেন্ট

Avatar

Published on:

আপনি একজন স্মার্টফোনপ্রেমী হলে অবশ্যই ২০১৯ সালে লঞ্চ হওয়া কনসেপ্ট ফোন Mi MIX Alpha এর বিষয়ে জেনে থাকবেন। এটি কোনো সাধারণ ফোন নয়, কারণ এটি হল Xiaomi তথা বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে সারাউন্ড ডিসপ্লে দেওয়া হয়েছিল। অর্থাৎ ফোনের চারপাশে ডিসপ্লে দেখতে পাবেন। যদিও কনসেপ্ট ফোন হওয়ায় মি মিক্স আলফা বিক্রির জন্য উপলব্ধ নয়। তবে হয়তো খুব শীঘ্রই এই ধরণের ফোন আপনার হাতে থাকবে।

সম্প্রতি Xiaomi -র সারাউন্ড ডিসপ্লের আরও দুটি স্মার্টফোনের পেটেন্ট সামনে এসেছে। LetsGoDigital এর রিপোর্ট অনুযায়ী, শাওমি ২০১৯ সালে আরও দুটি র‌্যাপ অ্যারাউন্ড ডিসপ্লের পেটেন্ট চীনা ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে ফাইল করেছিল। যাদের ডকুমেন্টেশন ১ জানুয়ারি পাবলিশ হয়েছে। যদিও এদের ডিজাইন Mi MIX Alpha এর থেকে কিছুটা আলাদা।

শাওমির নতুন এই সারাউন্ড ডিসপ্লের পেটেন্টগুলির প্রথমটিতে উপর থেকে নিচ ডিসপ্লে থাকবে। আবার চারপাশেও ডিসপ্লে দেখা যাচ্ছে। কেবল পিছনে অনুভূমিক ভাবে চারটি ক্যামেরা অবস্থিত, যার সাথে এলইডি ফ্ল্যাশ থাকবে। এছাড়াও এখানে একটি মাইক্রোফোন থাকতে পারে।

আবার দ্বিতীয় পেটেন্টটিরও ডিজাইন প্রথমটির মত। তবে এখানে কোয়াড এর পরিবর্তে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এছাড়াও এটি গোলাকার শেপে দেখা গেছে। আবার এই ফোনের ক্যামেরা সেটআপ এর সাথে এলইডি ফ্ল্যাশ বা মাইক্রোফোন দেওয়া হয়নি।

প্রসঙ্গত Mi Mix Alpha ফোনের চারিপাশে মোড়ানো, যা ফোনের পিছনে ক্যামেরা মডিউলে গিয়ে মিশেছে। এই ফোনে কোনো ভলিউম বাটন নেই। ফোনের পাশে চাপ-সংবেদনশীল ভার্চুয়াল বাটন দেওয়া হয়েছে। এছাড়াও স্ক্রিন অফ হয়ে গেলে বিভিন্ন স্ট্যাটাস আইকন যেমন, নেটওয়ার্ক সিগন্যাল, ব্যাটারি চার্জ লেভেল পাশে দেখা যাবে। 

সঙ্গে থাকুন ➥