Yamaha FZ25 ও FZS25-এর দামে ব্যাপক কাটছাঁট, 250cc বাইক এখন এত সস্তা!

Avatar

Published on:

বিগত কয়েকমাস ধরে ভারতে মোটরসাইকেল ব্র্যান্ডগুলি ধাপে ধাপে দাম বৃদ্ধি করার রাস্তায় হেঁটেছে। কখনও সামান্য আবার কখনও বা এক ধাক্কায় বাইকের দাম বেশ অনেকখানি বাড়ানো হয়েছে। তবে এবার যেন ঠিক উলটপুরান! Yamaha ভারতে তার FZ25 সিরিজের দু’টি মডেলের দামে প্রায় 19,000 টাকা কাটছাঁট করল।

আগের থেকে 18,800 টাকা কমে ভারতের বাজারে এখন, Yamaha FZ25 বাইকটি 1,34,800 টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, আগে এটি 1,53,600 টাকায় বিক্রি হত। অন্য দিকে, Yamaha FZS25 আগে 1,58,600 টাকায় পাওয়া যেত। এখন, 19,300 টাকা সস্তা হয়ে বাইকটির নতুন দাম হয়েছে 1,39,300 টাকা। (দিল্লির এক্স-শোরুম দাম)

প্রেস বিবৃতি জারি করে কোম্পানি বলেছে, FZ25 সিরিজের জন্য তাঁরা অন্যান্য খরচ (ইনপুট কস্ট) হ্রাস করতে সক্ষম হয়েছে এবং সুবিধাটি তাঁরা সরাসরি গ্রাহকদের কাছে তুলে দিচ্ছে” মূল্য সংশোধন করে, সংস্থার লক্ষ্য দেশের একটি বিস্তৃত সংখ্যক ক্রেতাদের কাছে যাতে পৌঁছানো যায়। ইয়ামাহা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে দাম হ্রাস নির্বিশেষে, FZ25 সিরিজ আগের মতোই তার স্ট্যান্ডার্ড ফিচার ও স্পেসিফিকেশন বজায় রাখবে।

কেউ যদি একটু সস্তায় বড় ইঞ্জিন ক্যাপাসিটির বাইক নিতে চান তাহলে অবশ্যই Yamaha FZ25 ও FZS25-এর কথা বিবেচনা করতে পারেন। এই রেঞ্জের বাইকে আপনি পেয়ে যাচ্ছেন 249cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। যা 8,000rpm স্পিডে 20.5bhp পাওয়ার এবং 6,000 rpm স্পিডে 20.1Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥