ফটোগ্রাফারদের জন্য দারুন সুযোগ, প্রায় ৩৫ হাজার টাকার কোর্স বিনামূল্যে শেখাচ্ছে Nikon

By :  techgup
Update: 2020-04-04 14:59 GMT

সম্প্রতি ক্যামেরা প্রেমীদের জন্য Nikon নিয়ে এসেছে একটি নতুন অফার। এই অফারে ক্যামেরা ব্যবহারকারীরা বিনামূল্যে নিকনের কাছ থেকে ফটোগ্রাফি ক্লাস নিতে পারেন। তবে এই অফারটি চলবে এই মাসের শেষ অব্দি। অর্থাৎ এই অফারে যদি কেউ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শিখতে চায় তাহলে, তারা নিকন স্কুলের কন্টেন্ট বিনামূল্যে পেয়ে যাচ্ছেন আগামী ৩০ শে এপ্রিল অবধি।

কোম্পানির তরফে এই অফার বিশ্বজুড়ে লকডাউনের কারণে আনা হয়েছে। এখন সবাই প্রায় ঘরবন্দি এবং কিভাবে সময় অতিবাহিত করবে তা নিয়ে ধন্দে। এছাড়াও কাজ না থাকায় পকেটেও টান পড়েছে। আর সেকারণেই Nikon চাইছে মানুষকে বিনামূল্যে পরিষেবা দিতে।

প্রতিদিন ৩,৫০০ টাকার ক্লাস বিনামূল্যে :

এই Nikon স্কুল লার্নিং প্রোগ্রামে আপনাদের জন্য থাকে দশটি ক্লাস। এবং প্রত্যেকটি ক্লাসের জন্য তাদের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১৫-৫০ মার্কিন ডলার অবধি চার্জ করে। তবে এই নতুন অফারে এই ক্লাসগুলি বিনামূল্যে করা যাবে।

ইচ্ছুকরা নিকনের ওয়েবসাইটে গিয়ে তাদের নাম ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইনআপ করে ক্লাস করতে পারেন। প্রত্যেকটি ক্লাস প্রশিক্ষণপ্রাপ্ত ফটোগ্রাফাররাই নেবেন। এবং এই ক্লাসে আপনাকে ফটোগ্রাফির বিষয় আরো ভালোভাবে শেখানো হবে।

Tags:    

Similar News