Ethanol: কৃষকদের থেকে বাঁশ নিয়ে ইথানল তৈরি করবে Numaigarh Refinery, ফিনল্যান্ডের সংস্থার সঙ্গে জোট বাঁধল

By :  SUMAN
Update: 2022-02-23 14:39 GMT

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari) বিকল্প জ্বালানির প্রসঙ্গে বলে আসছেন। পরিবেশ দূষণের সাথে মোকাবিলা করতে প্রথম পদক্ষেপ হিসেবে জ্বালানি তেল চালিত যানবাহন ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবার বিকল্প জ্বালানি ব্যবহার বাড়ানো নিয়ে কেন্দ্রের বারংবার সুর চড়ানোর অপর একটি কারণ হল, দেশে পেট্রল-ডিজেলের ব্যবহার কমলে তা আমদানিও কম করতে হবে, ফলে বৃদ্ধি পাবে রাজকোষ।

বিকল্প জ্বালানির মধ্যে রয়েছে ইথানল, মিথানল, বিদ্যুত, গ্রীন হাইড্রোজেন ও বায়ো-ফুয়েল। আগামী কয়েক বছরে এই জাতীয় বিকল্প জ্বালানি চালিত যানবাহনের সংখ্যা বাড়ানোই এখন কেন্দ্রের প্রধান লক্ষ্য। এই প্রসঙ্গে দেশের অটোমোবাইল সংস্থাগুলির সাথে একাধিকবার বৈঠকও করেছেন সড়ক মন্ত্রী। সংস্থাগুলির থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলেই পূর্বে জানিয়েছিলেন তিনি। এবার কেন্দ্রের এই উদ্যোগকে গতি দিতে আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (NRL) ভারতের কৃষকদের থেকে বাঁশ কিনে তা থেকে ইথানল প্রস্তুত করার বার্তা দিল।

এই প্রেক্ষিতে ফিনল্যান্ডের একটি সংস্থার সাথে গাঁটছড়া বেঁধেছে নুমালিগড় রিফাইনারি। মঙ্গলবার সিআইআই (CII)-এর অনুষ্ঠানে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর জ্যোতি ফুকন (Bhaskar Jyoti Phukan) একথা ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমরা বাঁশ থেকে ইথানল প্রস্তুতের জন্য ফিনল্যান্ডের একটি ফার্মের সাথে জোট বেঁধেছি। কৃষকদের থেকে বাঁশ সংগ্রহ করে সেগুলি উত্তর-পূর্বের তেল বাণিজ্যিক সংস্থাগুলিকে সরবরাহ করা হবে। যাতে মোটর স্পিরিটের সাথে ইথানল মিশ্রণের সময় সেগুলি ব্যাকআপের ভূমিকা পালন করতে পারে।”

ফুকন আরও বলেছেন, তাঁদের সংস্থা পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের কাজে হাত লাগাতে চলেছে। তাঁর কথায়, অপরিশোধিত তেলের মূল্যের ওঠানামার প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে ভারত সরকারকে। উত্তর-পূর্বে জলের অভাব নেই৷ ফলে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপাদন করে গ্রিন ফুয়েল হিসেবে ব্যবহার করা যাবে বলে মনে করছেন তিনি৷

Tags:    

Similar News