২২ হাজার টাকা পর্যন্ত ছাড়, OnePlus 7T Pro কেনার সুবর্ণ সুযোগ
আপনি কি সস্তায় কোনো প্রিমিয়াম ফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। OnePlus 7T Pro ফোনটি আপনি ১৩ হাজার টাকা কমে কিনতে পারেন। এই অফার Amazon এ উপলব্ধ। এই মুহূর্তে অ্যামাজন ওয়ানপ্লাস ৭টি প্রো এর নীল রঙের ভ্যারিয়েন্ট ৬ হাজার টাকা কমে পাবেন। এই দাম ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়াও ফোনটির উপর ৩,০০০ টাকা ক্যাশব্যাক অফার করা হচ্ছে। এই দুই অফার মিলিয়ে ফোনটি ৪৪,৯৯৯ টাকায় কেনা যাবে।
শুধু তাই নয়, আপনি OnePlus 7T Pro ফোনের উপর দুর্দান্ত এক্সচেঞ্জ অফার ও পাবেন। আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ১৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। সাথে অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাবে।
OnePlus 7T Pro স্পেসিফিকেশন :
ওয়ানপ্লাস ৭টি প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চি QHD ফ্লুইড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিন রেজুলেশন ১৪৪০ x ৩১২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট হবে ৯০হার্টজ। এছাড়াও আছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। OnePlus 7T এর মতো এই ফোনেও স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসরের সাথে অ্যাড্রেনো ৬৪০ জিপিইউ দেওয়া হয়েছে। র্যাম ও স্টোরেজের কথা বললে এই ফোনে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ বেসড OxygenOS ১০ ইন্টারফেস আছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 7T Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে । যেখানে আছে এফ/১.৬ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলিজাশন, লেসার এন্ড ফেস ডিটেকশন ফিচার যুক্ত। অন্য দুটি ক্যামেরা হলো ৩ এক্স জুমের সাথে ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ও এফ/২.২ অ্যাপারচারের সাথে ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। ওয়ানপ্লাস ৭টি প্রো এর ফ্রন্ট ক্যামেরার কথা বললে এতে পাবেন এফ/২.০ অ্যাপারচার এবং ২৫এমএম ওয়াইড লেন্সের সাথে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা । এই ফোনে ৩০ ওয়াট Warp Charge ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে ৪,০৮৫ এমএএইচ ব্যাটারি রয়েছে।