ভারতে আজ প্রথমবার কেনার সুযোগ OnePlus 8 5G, জিও গ্রাহকদের ৬ হাজার টাকা ফায়দা
অবশেষে ভারতে শুরু হচ্ছে OnePlus 8 5G এর সেল। আজ দুপুর ২ টো থেকে এই ফোনের সেল অনুষ্ঠিত হবে। এই ফোনটি কেবল Amazon থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে কোম্পানি এই ফোনের উপর আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। মনে রাখবেন গ্রীন ও অরেঞ্জ জোন থেকে ফোনটি অর্ডার করা যাবে। OnePlus 8 5G এর বিশেষ বিশেষ ফিচার কথা বললে এতে ৬.৫৫ ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পাবেন।
OnePlus 8 5G দাম ও অফার :
ভারতে ওয়ানপ্লাস ৮ এর দাম শুরু হয়েছে ৪১,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা। এদিকে ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়।
লঞ্চ অফার হিসাবে ওয়ানপ্লাস ৮ ফোনের উপর ২,০০০ টাকা এবং ওয়ানপ্লাস ৮ সিরিজের উপর ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ডিসকাউন্ট এসবিআই ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবে। এছাড়াও এই সিরিজ ১২ মাসের নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে। শুধু তাই নয়, জিও গ্রাহকরা এই সিরিজের উপর ৬,০০০ টাকা বেনিফিট পাবে। যেখানে ১৫০ টাকার ৪০ টি ভাউচার দেওয়া হবে। আবার রেড ক্লাবের মেম্বারশীপের উপর ১০ শতাংশ ছাড় থাকবে। এছাড়াও অ্যামাজন পে এর মাধ্যমে প্রি-বুকিংয়ে ১,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
OnePlus 8 স্পেসিফিকেশন :
ওয়ানপ্লাস ৮ ফোনটি ৬.৫৫ ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে সহ এসেছে। এর আসপেক্ট রেশিও ২০:৯ এবং এতে এইচডিআর ১০ প্লাস ও থ্রিডি কর্নিং গরিলা গ্লাস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং এতে sRGB সাপোর্ট করবে। অন্যদিকে ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে পাবেন ১৯.৮:৯ আসপেক্ট রেশিও, এইচডিআর ১০ প্লাস, QHD+ রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে।
ওয়ানপ্লাসের এই দুই ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে এড্রেন ৬৫০ জিপিইউ। ওয়ানপ্লাস ৮ ফোনে রয়েছে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে। দুটো ফোনেই Warp charge 30T ( ৩০ ওয়াট ফাস্ট চার্জিং) সাপোর্ট করবে। যদিও প্রো ভার্সনে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং হ্যাপিটিক ২.০ ভাইব্রেশন অতিরিক্ত দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য দুটি ফোনেই পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোন দুটো অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক OxygenOS অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডলবি অ্যাটমোস এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।
ক্যামেরার কথা বললে ওয়ানপ্লাস ৮ ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ সেন্সর। যার অ্যাপারচার এফ / ১.৭৫ এবং ০.৮ মিমি পিক্সেল সাইজ। এই সেন্সর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) উভয় সাপোর্ট করে। পিছনের দ্বিতীয় ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, যার অ্যাপারচার এফ / ২.২ এবং ১১৬ ডিগ্রী ফিল্ড অফ ভিউ। আবার তৃতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এর অ্যাপারচার এফ/২.৪। এই সেটআপ পিডিএএফ এবং কনট্রাস্ট- বেসড অটোফোকাসকে সমর্থিত। এরসাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। আবার ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার, EIS সহ ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৪৭১ সেন্সর আছে।