ধামাকা অফারের সাথে ১৫ জুন ভারতে প্রথমবার কেনা যাবে OnePlus 8 Pro

By :  techgup
Update: 2020-06-11 16:11 GMT

অবশেষে ভারতে শুরু হচ্ছে OnePlus 8 Pro এর সেল। লঞ্চ হওয়ার পর থেকে লকডাউনের জেরে এই ফোনটির সেল ভারতে বন্ধ ছিল। তবে আগামী ১৫ জুন ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ওইদিন দুপুর ১২ টায় Amazon থেকে ওয়ানপ্লাস ৮ প্রো আকর্ষণীয় অফারের সাথে কেনা যাবে। এই প্রথমটি ১৫ এপ্রিল ভারতে এসেছিল এবং প্রথম সেল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৯ মে।

OnePlus 8 Pro দাম ও অফার :

ওয়ানপ্লাস ৮ প্রো এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৫৯,৯৯৯ টাকায়। এসবিআই ক্রেডিট কার্ড গ্রাহকরা ৩,০০০ টাকা ডিসকাউন্টে এই ফোনটি কিনতে পারবে। আবার জিও গ্রাহকদের ৬,০০০ টাকা বেনিফিট দেওয়া হবে। এছাড়াও Amazon Pay থেকে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় মিলবে।

OnePlus 8 Pro স্পেসিফিকেশন :

ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে পাবেন ১৯.৮:৯ আসপেক্ট রেশিও, এইচডিআর ১০ প্লাস, QHD+ রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে এড্রেন ৬৫০ জিপিইউ। ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে Warp charge 30T ( ৩০ ওয়াট ফাস্ট চার্জিং) সাপোর্ট করবে। এছাড়াও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং হ্যাপিটিক ২.০ ভাইব্রেশন দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক OxygenOS অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডলবি অ্যাটমোস এর সাথে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে ওয়ানপ্লাস ৮ প্রো ফোনের পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৯ সেন্সর। যার অ্যাপারচার এফ / ১.৭৮ এবং ১.১২ মাইক্রন পিক্সেল সাইজ। এই সেন্সর অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) উভয় সাপোর্ট করে। এছাড়াও দ্বিতীয় ক্যামেরা হিসাবে অ্যাপারচার এফ / ২.২ এবং ১১৯.৭ ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স আছে। আবার ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে, যার অ্যাপারচার এফ/২.৪। এছাড়াও চতুর্থ ক্যামেরা ৫ মেগাপিক্সেল কালার ফিল্টার সেন্সর, যার অ্যাপারচার এফ/২.৪। ক্যামেরা সেটআপে পিডিএএফ, লেজার অটো-ফোকাস, সিএএফ, ৩ এক্স অপটিকাল জুম এবং ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সাপোর্ট করবে। আবার ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার, EIS সহ ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৪৭১ সেন্সর আছে।

Tags:    

Similar News