OnePlus Nord 2 হবে কোম্পানির প্রথম মিডিয়াটেক প্রসেসরের ফোন, কবে আসছে জেনে নিন
স্মার্টফোনপ্রেমীদের নজরে এখন OnePlus 9 সিরিজ। চীনা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতাটি চলতি মাসেই এই সিরিজকে লঞ্চ করতে পারে। তবে এছাড়াও ওয়ানপ্লাস একটি সস্তা ফোনের ওপর কাজ শুরু করেছে। এই ফোনটি আর অন্য কিছু নয়, ওয়ানপ্লাস নর্ড এর উত্তরসূরি হবে। আসলে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে OnePlus Nord 2 ফোনটির লঞ্চ আসন্ন। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকবে। আবার গ্রাফিক্সের জন্য দেওয়া হবে মালি-জি৭৭ জিপিইউ।
Android Central এর এই রিপোর্টে জানানো হয়েছে, OnePlus Nord 2 ফোনটি চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে (Q2 2021) লঞ্চ হবে। এই ফোনে 5G সাপোর্ট থাকবে এবং ৬ এনএম বেসড মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে। এই প্রসেসরের সাথে যুক্ত আছে মালি জি৭৭ জিপিইউ।
যদিও এটা বিস্ময়ের যে ওয়ানপ্লাস তাদের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের বদলে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করতে চলেছে। এর আগে কোনো ওয়ানপ্লাস ফোনেই আমরা মিডিয়াটেকের প্রসেসর দেখিনি। এমনকি কোম্পানির প্রথম OnePlus 1 ফোনটিও স্ন্যাপড্রাগন প্রসেসর সহ এসেছিল।এছাড়াও ওয়ানপ্লাস নর্ড ফোনেও আমরা স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেখেছিলাম। সেক্ষেত্রে OnePlus Nord 2 হতে পারে কোম্পানির প্রথম মিডিয়াটেক প্রসেসরের ফোন।
গতবছর নভেম্বরে প্রথম OnePlus Nord 2 ফোনের কথা সামনে আসে। জানা যায় এই ফোনের কোডনেম হবে Denniz। এতে উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি দেওয়া হতে পারে। যদিও এছাড়াও ওয়ানপ্লাস নোর্ড ২ সম্পর্কে আর কোনো তথ্য আপাতত সামনে আসেনি।