OnePlus Nord N1 5G নয়, ওয়ানপ্লাসের নতুন মিড রেঞ্জ ফোনের নাম হবে Nord CE 5G

By :  SHUVRO
Update: 2021-05-17 07:08 GMT

Nord সিরিজের হাত ধরে পুনরায় মিডরেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে প্রবেশের সিদ্ধান্ত OnePlus-এর জন্য কিন্তু বেশ ইতিবাচক ছিল। বাজারে প্রত্যাশামতো সাড়া পাওয়ার ফলে অরিজিনাল Nord-এর পর এই সিরিজের অধীনে OnePlus একে একে Nord N10 5G ও Nord N100 বাজারে এনেছে। এখন এই স্মার্টফোন দু'টির সাক্সেসর বা উত্তরসূরী মডেল নিয়ে জল্পনা চলছে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, Nord N10 5G-এর সাক্সেসর, Nord N1 5G নামে লঞ্চ হবে৷ যদিও এখন সূত্র বলছে, Nord N1 5G নামে নয়, Nord N10 5G-এর সাক্সেসর Nord CE 5G নামে বাজারে আসবে।

টিপস্টার Max Jambo-র মতে, Nord N10 5G-এর উত্তরসূরি হিসেবে OnePlus, Nord CE 5G লঞ্চ করবে৷ প্রথমে Nord N1 5G নাম ঠিক থাকলেও, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে OnePlus শেষ মুহুর্তে এসে স্মার্টফোনটির অন্য নামকরণ করার পথে হেঁটেছে।

এদিকে নতুন নাম সামনে আসার পর অনেকেরই মনে খটকা জাগছে। কারণ নর্ড ১০ ৫জি-র সাক্সেসর নর্ড ১১ ৫জি বা নর্ড ২০ ৫জি নামে আসবে বলে অনেকেই নিশ্চিত ছিলেন। অথচ এখন দেখা যাচ্ছে, ওয়ানপ্লাস উক্ত নাম দু'টির কোনোটাই ব্যবহার না করে নর্ড সিই ৫জি নামে ডিভাইসটি আনবে বলে ঠিক করেছে।

Nord CE 5G-এর CE কথাটির অর্থ জানা যায়নি। তবে এর দাম Nord N10 5G-এর মতোই সবার সাধ্যের মধ্যে হবে বলে ধরে নেওয়া যায়।

প্রসঙ্গত, নর্ড এন১০ ৫জি স্মার্টফোন ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News