OnePlus Nord N200 5G দুর্দান্ত ডিজাইন ও Snapdragon 480 প্রসেসর সহ সস্তায় আসছে

Update: 2021-06-14 06:33 GMT

সদ্য ভারত ও ইউরোপে লঞ্চ হয়েছে OnePlus Nord CE 5G। তবে চীনা ব্র্যান্ডটি এই সিরিজের অধীনে আরও একটি ফোন আমেরিকা সহ বিভিন্ন মার্কেটে লঞ্চ করতে চলেছে, যার নাম OnePlus Nord N200 5G (ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি)। ইতিমধ্যেই ফোনটি আমেরিকার FCC সার্টিফিকেশন লাভ করেছে। রিপোর্ট অনুযায়ী ফোনটি ১৫ জুন বাজারে পা রাখবে। তবে তার আগেই টিপস্টার, Evan Blass, Nord N200 5G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ রেন্ডার ফাঁস করলেন।

Evan Blass একটি টুইট করে ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি এর তথ্য সামনে এনেছেন। ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে, এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। এর চার পাশে হালকা বেজেল থাকবে। আবার ফোনটি এলইডি ফ্ল্যাশ ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

https://twitter.com/evleaks/status/1404123782688743426

OnePlus Nord N200 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি ফোনে থাকবে ৬.৪৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে ৪০৫পিপিআই পিক্সেল ডেন্সিটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ আসপেক্ট রেশিও অফার করবে। এতে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হবে। যার সাথে অ্যাড্রনো ৬১৯ জিপিইউ যুক্ত থাকবে। ফোনটি ৪ জিবি র‌্যাম (LPDDR4X) ও ৬৪ জিবি স্টোরেজ (UFS 2.1) সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১-এ চলবে।

ফটোগ্রাফির জন্য OnePlus Nord N200 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হবে EIS ও এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। বাকি দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক, ডুয়েল সিম প্রভৃতি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News