Oppo A74 5G ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল Android 12 ভিত্তিক ColorOS 12 আপডেট

Update: 2022-01-14 05:46 GMT

বড়দিনের আগে Oppo তাদের A74 5G ফোনে Android 12 বেসড ColorOS 12 আপডেট চেক করার জন্য বিটা টেস্টার রিক্রুট করেছিল। এখন একমাসের মধ্যেই ফোনটির জন্য স্টেবল আপডেট রোল আউট করা হল। উল্লেখ্য Oppo A74 5G একটি বাজেট রেঞ্জের 5G ফোন, যেটি গতবছর অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১.(এক্স) সহ লঞ্চ হয়েছিল। নতুন আপডেট আসার পর এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ এর একাধিক বৈশিষ্ট্য জুড়বে।

Oppo Community-র পোস্ট অনুযায়ী, গতকাল থেকে Oppo A74 5G ফোনের জন্য ColorOS 12 এর স্টেবল আপডেট পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আপাতত ভারতীয়রাই এই আপডেট পাবে। তবে এরজন্য ফোনের ফার্মওয়্যার ভার্সন হতে হবে A.12।

ওপ্পো এ৭৪ ৫জি ফোনে আসা কালারওএস ১২ কাস্টম ওএস-এর ফার্মওয়্যার ভার্সন C.29। আপনি যদি এই ফোনটি ব‌্যবহার করেন এবং উল্লেখিত ফার্মওয়্যার ভার্সন থাকে, তবে ফোনের Settings > Software Update > Gear Icon > Trail Version-এ গিয়ে স্ক্রিনে দেখনো পদ্ধতি অনুসরণ করে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।

তবে মনে রাখবেন, অন্যান্য ওটিএ আপডেটের মতো ওপ্পো এ৭৪ ৫জি ফোনেও ব্যাচ ধরে আপডেট আসবে। সে জন্য সমস্ত ইউজারের আছে আপডেটটি পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তবে আসা করা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবার ফোনে আপডেট চলে আসবে।

Tags:    

Similar News