Oppo Reno 7 সিরিজের সাথে ভারতে আসতে পারে Oppo Enco Free 2, Enco Air Lite ইয়ারফোন

By :  techgup
Update: 2021-12-04 05:38 GMT

সদ্য চীনে লঞ্চ হওয়া Oppo Reno 7 সিরিজের দুটি স্মার্টফোন ভারতে আসবে বলে জল্পনা রয়েছে। এদের সাথে সংস্থাটি একটি ওয়্যারলেস ইয়ারফোন ও স্মার্টওয়াচ এদেশে আনবে বলে শোনা যাচ্ছে। তবে ভারতীয় বাজারে এগুলি লঞ্চের আগেই Oppo-র অফিশিয়াল অ্যাপ, HeyMelody তে দেখা গেল Oppo Enco Free 2 এবং Oppo Enco Air Lite ট্রু ওয়্যারলেস ইয়ারবাডগুলিকে। আগামী জানুয়ারি মাসে Oppo Reno 7, Oppo Reno 7 Pro এবং Oppo Watch Free স্মার্টওয়াচের সাথে এই দুটি ইয়ারফোনের মধ্যে যেকোনো একটি ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Oppo Enco Free 2 এবং Oppo Enco Air Lite দাম ও লভ্যতা

91mobiles এর রিপোর্ট অনুযায়ী, নেক্সট জেনারেশন ওয়্যারলেস ওপ্পো এনকো ফ্রি ২ এবং ওপ্পো এনকো লাইট ইয়ারফোন দুটির দাম ওপ্পো এনকো এক্স এর বর্তমান দামের সমানই হবে। উল্লেখ্য, ভারতীয় বাজারে ওপ্পো এনকো এক্স এর দাম রয়েছে ৯,৯৯০ টাকা। দুটি ইয়ারবাড একসঙ্গে লঞ্চ না হলেও, আগামী বছরের প্রথম কোয়ার্টারের মধ্যেই এগুলি ভারতে পা রাখবে বলে আশা করা যায়।

Oppo Enco Free 2 ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

গত মে মাসে ওপ্পো এনকো ২ মডেলের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড চীনে লঞ্চ হয়েছিল। চার্জিং কেস সমেত ইয়ারবাডটি ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার (এএনসি) অন থাকলে এটি ৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তবে এএনসি মোড যদি বন্ধ থাকে তাহলে এটি সাড়ে ছয় ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এর চার্জিং কেসটি ৪৮০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপের সাথে এসেছে। পাশাপাশি এর ইয়ারবাডে থাকছে ৪১এমএএইচ ব্যাটারি সাপোর্ট । টাইপ-সি ইউএসবি পোর্টের মাধ্যমে এটিকে ১০০% চার্জ দেওয়া সম্ভব।

এছাড়াও, Oppo Enco Free 2 ট্রু ওয়ারলেস ইয়ারবাডে থাকছে ৫.২ ব্লুটুথ সাপোর্ট। সাথে ওয়্যার ডিটেকশন ফিচার অর্থাৎ ইয়ারফোনটি কানে দিলে নিজে থেকেই এটি অন হয়ে যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত দিতে এটি IP54 রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News