ভারতে আসন্ন Oppo F19 Pro+ 5G এর ফিচার ফাঁস, তিনটি ক্যামেরা সহ থাকবে এই বিশেষত্ব

Update: 2021-02-27 14:36 GMT

কয়েকদিন আগেই জানা গিয়েছিল Oppo F19 সিরিজ খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এমনি সেলস এক্সিকিউটিভ রিটেলারের থেকে এই সিরিজের পোস্টারও সামনে এসেছিল। যেখান থেকে জানা গেছে এই সিরিজে তিনটি ফোন থাকবে- Oppo F19, Oppo F19 Pro, Oppo F19 Pro+ 5G। এরমধ্যে ৫জি ফোনটির ডিসপ্লে ও প্রসেসর সম্পর্কিত তথ্য এবার ইন্টারনেটে ফাঁস হল। এই ফোনটির মডেল নম্বর হবে Oppo PEPM00।

টিপস্টার @imailisa0825 আজ Oppo F19 Pro+ 5G ফোনটির দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এই স্ক্রিনশটে দেখা গেছে, ফোনটির ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। এর কাট আউট থাকবে ডিসপ্লের বামদিকে (উপরে)। এই ডিসপ্লের সর্বোচ্চ রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। আবার ইউজার চাইলে রিফ্রেশ রেট কমিয়ে ৬০ হার্টজও করতে পারবে।

এছাড়াও আরেকটি স্ক্রিনশটে দেখা গেছে, এই ফোনে ৬এনএম বেসড MediaTek MT6893 প্রসেসর ব্যবহার করা হবে। এটি আসলে গতমাসে লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসরের মডেল নম্বর। টিপস্টার দাবি করেছে, এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে।

এর আগে সেলস এক্সিকিউটিভ রিটেলারের থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছিল Oppo F19 Pro+ 5G ফোনের পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর সাথে লেজার অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। আবার ফোনটি ‘Flaunt Your Nights’ ফিচারের সাথে আসবে। অর্থাৎ লো লাইট ফটোগ্রাফি এই ফোনের মাধ্যমে ভালো হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News