Oppo K10 স্মার্টফোন ও Air 2 ইয়ারফোন আজ ভারতে আসছে, দাম ও ফিচার দেখে নিন
Oppo K10 স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হচ্ছে। এর পাশাপাশি Oppo Enco Air 2 ইয়ারফোন আজ ভারতে পা রাখবে। ই-কমার্স সাইট, Flipkart ইতিমধ্যেই প্রোডাক্ট দুটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করছে। সেখানে এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি জানানো হয়েছে। যেমন Oppo K10 ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আবার Oppo Enco Air 2 ইয়ারফোনে মিলবে ১৩.৪ এমএম কম্পোজিট টাইটানাইজ ডায়াফ্রাম ড্রাইভার, ব্লুটুথ ভি ৫.২ ভার্সন ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার।
ওপ্পো কে১০ ভারতে কখন লঞ্চ হবে (Oppo K10 India launch time)
ফ্লিপকার্ট থেকে জানা গেছে, ওপ্পো কে১০ ফোনটি ভারতে ১২টার সময় লঞ্চ হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ থেকে লঞ্চ সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। যদিও ওপ্পো কোনো ইভেন্টের আয়োজন করেছে কিনা জানা যায়নি।
ওপ্পো কে১০ ভারতে সম্ভাব্য দাম (Oppo K10 expected price in India)
কয়েকদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতে Oppo K10 ফোনের দাম ২০,০০০ টাকার কম রাখা হবে। এটি Flipkart, Oppo.com ও বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
ওপ্পো কে১০ সম্ভাব্য স্পেসিফিকেশন (Oppo K10 expected specifications)
রিপোর্ট ও বিভিন্ন টিজার দেখে বলা যায়, Oppo K10 ভারতে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। ফোনটি ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Oppo K10 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে৷ আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে দেওয়া হবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ (ColorOS 11.1) ইউজার ইন্টারফেসে রান করবে।