Realme MagDart এর পর আসছে Oppo MagDart ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি, ফাঁস হল রেন্ডার
ইতিমধ্যেই জানা গেছে ৩রা আগস্ট, অর্থাৎ আর মাত্র দুদিন পরেই বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি, Realme MagDart (রিয়েলমি ম্যাগডার্ট) লঞ্চ হবে। তবে রিপোর্ট বলছে শুধু রিয়েলমি নয়, তাদের সিস্টার কোম্পানি Oppo (ওপ্পো)-ও গত বছর চালু হওয়া Apple MagSafe (অ্যাপল ম্যাগসেফ)-এর অনুরূপ Oppo MagDart চার্জিং প্রযুক্তি আনার কথা ভাবছে। দুটি স্মার্টফোন ব্র্যান্ড একই সংস্থা, BBK (বিবিকে) ইলেকট্রনিক্সের মালিকানাধীন হওয়ায়, খবরটি কোনো আশ্চর্যজনক নয়। যদিও এখনও পর্যন্ত ওপ্পো তার নতুন চার্জিং প্রযুক্তি সম্পর্কে কিছুই বলেনি, তবে সম্প্রতি এই চার্জারের রেন্ডার ফাঁস হয়েছে। ফলে আসন্ন ওপ্পো ম্যাগডার্ট চার্জিংয়ের ব্যাপারে কমবেশি ধারণা মিলেছে।
Oppo MagDart-এর রেন্ডার ফাঁস
যারা জানেন না তাদের অবগতির জন্য বলি, অ্যাপল, গতবছর তার iPhone 1 2 সিরিজ লঞ্চের সময় 'ম্যাগসেফ' নামক বিশেষ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি চালু করে। কার্যকারিতার ক্ষেত্রে, প্রোডাক্টের চার্জিং কয়েলের মধ্যে চুম্বকের একটি সিরিজ সুরক্ষিতভাবে উপস্থিত থাকে যা সংযুক্ত ডিভাইস বা আনুষাঙ্গিকগুলিতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা দেয়।
সেক্ষেত্রে এতদিন অবধি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই ধরণের কোনো চার্জিং প্রযুক্তি দেখা যায়নি। তবে এবার রিয়েলমি বা ওপ্পোর মত অ্যান্ড্রয়েড নির্মাতাগুলি নিজস্ব ওয়্যারলেস চার্জার এনে মার্কিনি টেক জায়ান্টকে টেক্কা দেওয়ার কথা ভাবছে। এর মধ্যেই ওপ্পোর ম্যাগডার্ট ওয়্যারলেস চার্জারের রেন্ডার OyPrice কর্তৃক প্রকাশিত হয়েছে। আর রেন্ডারটি দেখে মনে হচ্ছে, আসন্ন প্রোডাক্টটি প্রচলিত ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জারের অনুরূপ বা তার চেয়ে পাতলা হবে। যদিও এটি রিয়েলমি ডার্ট এর থেকে কিছুটা ভিন্ন ডিজাইনে আসতে পারে। এছাড়া ওপ্পো ম্যাগডার্টে ইউএসবি টাইপ-সি পোর্ট এবং এলইডি ইন্ডিকেটর থাকবে।
ডিজাইন সামনে এলেও Oppo MagDart কত স্পিডে ডিভাইস চার্জ করতে পারবে, তা এই মুহূর্তে স্পষ্ট নয়। এমনকি এর দামের বিষয়েও এখনও কিছু জানা যায়নি। তবে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি হওয়ায়, আমাদের বিশ্বাস Oppo MagDart-এ ১৫-২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।