কার্ভড ডিসপ্লে সহ ৩১ জুলাই ভারতে লঞ্চ হবে Oppo Reno 4 Pro, সাথে আসতে পারে Oppo Watch
অপ্পো গতমাসে তাদের Reno 3 এর আপগ্রেড ভার্সন Reno 4 সিরিজ চীনে লঞ্চ করেছিল। এবার এই সিরিজকে ভারতে আনা হচ্ছে। তবে চীনে এই সিরিজে কোম্পানি Oppo Reno 4 ও Oppo Reno 4 Pro লঞ্চ করলেও, ভারতে অপ্পো রেনো ৪ প্রো ফোনটিই আসবে বলে জানা গেছে। আগামী ৩১ জুলাই দুপুর ১২ টা ৩০ মিনিটে এই ফোনটিকে লঞ্চ করা হতে পারে। ফোনটি Flipkart থেকে পাওয়া যাবে। এদিকে টিপ্সটার ঈশান অগ্রবাল টুইট করে জানিয়েছেন, কোম্পানি এই ফোনের সাথে ওইদিন Oppo Watch ও লঞ্চ করতে পারে। যার দাম হবে ১৫,০০০ টাকার কাছাকাছি।
PriceBaba এর রিপোর্ট অনুযায়ী, অপ্পো রেনো ৪ প্রো কার্ভড ডিসপ্লে সহ আসবে, যাকে '3D Borderless Sense Screen' নামে কোম্পানি বিজ্ঞাপন দিতে শুরু করেছে। কোম্পানি এই ফোনে ভারতীয়দের সুবিধার জন্য কয়েকটি অতিরিক্ত ফিচার ও যুক্ত করবে। এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে ৪ আগস্ট থেকে। জানা গেছে কোম্পানি প্রথম তিনদিন যারা অপ্পো রেনো ৪ প্রো কিনবে তাদেরকে ১৮০ দিনের ফুল ড্যামেজ প্রটেকশন অফার করবে। চীনে এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ৪০,০০০ টাকা থেকে।
OPPO Reno 4 Pro স্পেসিফিকেশন :
অপ্পো রেনো ৪ প্রো ফোনে যথাক্রমে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে প্যানেলে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে এসেছে। সাথে পাবেন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। রেনো ৪ প্রো অ্যান্ড্রয়েড ১০ বেসড কালার ওএস ৭.২ অপারেটিং সিস্টেমে চলে।
ফটোগ্রাফির কথা বললে অপ্পো রেনো ৪ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর আছে। আবার এই ফোনে পাবেন ৬৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটি ৪,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।