এবিডির কাছে বাজি হারলেন স্টাইরিস, এবার KKR-এর বিরুদ্ধে ম্যাচে RCB জার্সি পড়তে হবে তাকে

২৯ তারিখ আবারও ঘরের মাঠে আরসিবি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে।

গতকাল আইপিএলে ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। প্রথম ম্যাচে চেন্নাই এর কাছে হারায় এই ম্যাচে বিরাট কোহলিদের (Virat Kohli) থেকে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তাই ভক্তদের নিরাশ না করে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় আরসিবি।

তবে এই ম্যাচের আগে এক মজাদার ঘটনার সাক্ষী থাকে ক্রিকেটপ্রেমীরা। জিও সিনেমার স্টুডিওতে এই ম্যাচের জন্য বাজি ধরেছিলেন বিশ্ব ক্রিকেটের দুই নামি তারকা স্কট স্টাইরিস (Scott Styris) এবং এবি ডি ভিলিয়ার্স (Ab de Villiers)। এবিডি প্রথম থেকেই একজন আরসিবি সমর্থক অন্যদিকে স্টাইরিস ধোনিভক্ত চেন্নাইয়ের সমর্থক।

ম্যাচ শুরুর আগে দুজনে এই ম্যাচে কে জয়লাভ করবে সেই নিয়ে একে অপরের সাথে বাজি ধরেন। স্টাইরিস বলেন যদি আরসিবি ম্যাচ জেতে তাহলে এরপর যখনই আরসিবি খেলবে তিনি তাদের জার্সি পড়ে কোহলিদের সমর্থন করবেন। অন্যদিকে এবিডি বলেন যদি আরসিবি না জিততে পারে তাহলে তিনি চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচে হলুদ জার্সি পড়ে তাদের সমর্থন করবেন।

ম্যাচের ফলাফলে আরসিবি শেষ ওভারে দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের সৌজন্যে পাঞ্জাব কিংসকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয়। ফলে বাজি জিতে নেন এবিডি। এবার পরবর্তী আরসিবির ম্যাচে স্টাইরিস লাল জার্সি পড়ে কোহলিদের সমর্থন করেন কিনা সেটাই দেখার। ২৯ তারিখ আবারও ঘরের মাঠে আরসিবি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে মাঠে নামবে।