ফেব্রুয়ারির ৪ তারিখে ভারতে Oppo Reno 7 সিরিজের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। এই সিরিজে কতগুলি ফোন আসবে, তা এখনও স্পষ্ট নয়। গত বছরের নভেম্বরে চীনে এই সিরিজের অধীনে তিনটি হ্যান্ডসেট লঞ্চ হয়েছিল - Reno 7 5G, Reno 7 Pro 5G, এবং Reno 7 SE 5G। লেটেস্ট রিপোর্টে ইঙ্গিত, ওপ্পো তাদের Reno 7 SE 5G রিব্র্যান্ডিং করে ভারতে Reno 7 5G বলে লঞ্চ করবে।
এক রিটেলারকে সূত্র হিসেবে উল্লেখ করে প্যাশনেটগীকজ-এর দাবি, Oppo Reno 7 5G আসলে চীনের Oppo Reno 7 SE 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন। পোর্টালটি আরও বলেছে, Oppo Reno 7 5G-এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এ দেশে ৩১,৪৯০ টাকায় বিক্রি হবে। যদিও সংস্থার তরফে এই প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি।
Oppo Reno 7 5G সত্যিসত্যিই Oppo Reno 7 SE 5G-এর রিব্যাজড ভার্সন হলে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ কাস্টম স্কিনে চলবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম (LPDDR4X) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) অপশনে ভারতে আসবে।
এছাড়া, ফটোগ্রাফির জন্য Oppo Reno 7 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (Sony IMX581) সেন্সর। এছাড়া অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল (Sony IMX471) ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত। ডিভাইসটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।