Oppo Reno 7 সিরিজের সাথে জানুয়ারিতে ভারতে আসছে Oppo Watch Free
Oppo গত ২৫ নভেম্বর তাদের দেশীয় মার্কেটে Reno 7 সিরিজ লঞ্চ করেছে। এর সাথে এসেছে Oppo Enco Free 2i ইয়ারবাড। ভারতে এই নতুন প্রোডাক্টগুলি আসবে কি না, বা আসলেও তা কবে, সে বিষয়ে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে Oppo Reno 7 সিরিজ। রিপোর্টে আরও বলা হয়েছে, Oppo Reno 7 সিরিজের সঙ্গে সংস্থাটি Oppo Watch Free স্মার্টওয়াচও ভারতে আনবে।
টিপস্টার মুকুল শর্মার কাছ থেকে তথ্য নিয়ে, 91Mobiles তাদের এই রিপোর্টে দাবি করেছে যে, Oppo Reno 7 সিরিজের সঙ্গে Oppo Watch Free স্মার্টওয়াচ এবং নেক্সট জেনারেশন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড জানুয়ারিতে ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। যদিও লঞ্চের নির্দিষ্ট তারিখ তারা বলতে পারেনি।
Oppo Watch Free দাম ও লভ্যতা
চীনে ওপ্পো ওয়াচ ফ্রি-র দাম ৫৪৯ উইয়ান (প্রায় ৬,২০০ টাকা)। ভারতীয় বাজারে ঘড়িটির দাম কত হবে তা সঠিকভাবে জানা না গেলেও, অনুমান করা যায় যে এটি একই প্রাইস রেঞ্জে আসবে। উল্লেখ্য, গত মাসে ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচটি চীনে লঞ্চ হয়েছিল। এখন দেখার ওপ্পো রেনো ৭ সিরিজের সাথে এটি জানুয়ারি মাসে ভারতে আসে কি না।
Oppo Watch Free স্পেসিফিকেশন
ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্ট ওয়্যারেবলে ডিসিআই-পি৩ কালার গ্যামট সাপোর্ট সহ ১.৬৪ ইঞ্চি আয়তক্ষেত্রাকার অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ২৮০×৪৫৬ পিক্সেল এবং পিক্সেল ঘনত্ব ৩২৬ পিপিআই। সিলিকন স্ট্র্যাপ সহ এসেছে আধুনিক ঘড়িটি। ওপ্পো ওয়াচ ফ্রি স্মার্টওয়াচে আছে ২৩০ এমএএইচ ব্যাটারি, যা লাইফ মোডে ১৪দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আবার এটি ৭৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
Oppo Watch Free স্মার্টওয়াচের অন্যান্য ফিচারের কথা বললে, এতে ক্রিকেট, ব্যাডমিন্টন, স্কিইং, কায়াকিং, ভলিবল, রোয়িং, সুইমিং ইত্যাদি ১০০টিরও বেশি স্পোর্টস মোড পাওয়া যাবে। পাশাপাশি, এটি স্বয়ংক্রিয়ভাবে চারটি স্পোর্টস (হাঁটা, দৌড়ানো, রোয়িং মেশিন এবং এলিপটিকাল মেশিন) ট্র্যাক করতে পারবে। শুধু তাই নয়, এতে SpO2 সেন্সর থাকায় রক্তের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও পরিমাপ করা যাবে। সাথে মিলবে হৃদকম্পন পর্যবেক্ষণ, ঘুম পর্যবেক্ষণ, নাক ডাকা পর্যবেক্ষণ, দৈনন্দিন ক্রিয়াকলাপ ইত্যাদি ট্র্যাকিংয়ের সুবিধা। এরই সাথে ব্যবহারকারীরা এতে ১০০টিরও বেশি ওয়াচ ফেস পাবেন। এর মধ্যে থেকে নিজেদের পছন্দমতো ওয়াচ ফেস বেছে নিতে পারবেন তারা।
উল্লেখ্য, Oppo Watch Free, 5ATM জল প্রতিরোধী রেটিং সহ এসেছে এবং এতে ব্লুটুথ ৫ সাপোর্ট আছে। সেক্ষেত্রে ক্রেতারা নূন্যতম অ্যন্ড্রয়েড ৬.০ বা আইওএস ১০.০ ভার্সনযুক্ত ডিভাইসের সাথে এটি ব্যবহার করতে পারবেন।
Oppo Reno 7 সিরিজের দাম ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।