ফোন থেকে খুলে ফেলা যাবে ক্যামেরা, রিমুভেবল ক্যামেরা মডিউলের পেটেন্ট জমা করলো Oppo
বর্তমান সময়ে প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ডই তাদের ডিভাইসগুলিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। এই বিষয়ে যে ব্র্যান্ডগুলি প্রশংসার দাবি রাখে, তার মধ্যে অন্যতম একটি নাম হল Oppo। সাম্প্রতিক সময়ে এই চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি, তার স্মার্টফোনের ডিজাইনে অভিনব পরিবর্তন আনতে কাজ করছে। মাত্র কয়েকদিন আগেই, সংস্থাটি রোলেবল ডিসপ্লে স্মার্টফোনের ধারণা সবার সামনে এনেছে। তবে এখানেই তারা থেমে থাকছে না! রিপোর্ট অনুযায়ী, Oppo, সম্প্রতি রিমুভেবল (অপসারণযোগ্য) ক্যামেরা মডিউল রয়েছে এমন একটি স্মার্টফোনের পেটেন্ট জমা দিয়েছে। এই পেটেন্টটিকে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসের ওয়েবসাইটে খুঁজে পেয়েছে নাইনটিওয়ান মোবাইলস।
অপ্পোর ওই নতুন পেটেন্টে, স্মার্টফোনটি কীভাবে কাজ করবে – সেই ছবি এবং কিছু বিবরণ রয়েছে। এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে ফোনের ব্যাক প্যানেলে অর্থাৎ পেছনের দিকে রেগুলার বা সাধারণ ক্যামেরা মডিউল রয়েছে। তবে মজার ব্যাপার হল এই ক্যামেরা মডিউলটিকে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ফোনের বেস বা টপে সরিয়ে ফেলা যায়। এদিকে অন্য আর একটি ছবিতে, কীভাবে ইউএসবি টাইপ-সি কানেক্টরের মাধ্যমে ক্যামেরা মডিউলটি ৯০ ডিগ্রি বা ১৮০ ডিগ্রি কোণে মুভেবল হবে তা দেখানো হয়েছে। অনেকে মনে করছেন অপ্পোর বেন্ডেবল ডিজাইনটি সম্ভবত Asus 6Z স্মার্টফোনের ক্যামেরা মডিউলের অনুরূপ হবে, যার সাহায্যে ইউজাররা বিভিন্ন কোণে ছবি তুলতে সক্ষম হবেন।
শুধু তাই নয়, পেটেন্ট দেখে মনে হচ্ছে এই ক্যামেরা মডিউলটি একটি লিথিয়াম ব্যাটারি সহ আসতে পারে এবং এটিকে প্রয়োজন মত চার্জ করা যাবে। এছাড়া এটি ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি-র মতো ওয়্যারলেস টেকনোলজি সাপোর্ট করতে পারে।
যদিও বলা হচ্ছে, এই পেটেন্টগুলি, বাণিজ্যিক প্রোডাক্টে রূপান্তরিত নাও হতে পারে। এক্ষেত্রে অপসারণযোগ্য ক্যামেরা অবশ্যই একটি আকর্ষণীয় ধারণা, তবে সংস্থাটি কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করে সেই নিয়ে মনে কৌতুহল জন্মানো অস্বাভাবিক নয়। এই প্রসঙ্গে বলে রাখি, এর আগে LG বা Motorola-র মত ব্র্যান্ডগুলিও এই ধরণের মডিউলার ক্যামেরা ডিজাইনটি নিয়ে কাজ করছিল। তাই অপ্পো আগামী দিনে কতটা নতুনত্ব আনে সেটাই দেখার!