ব্যাঙ্কের নামে ফোনে ঢুকছে ভুয়ো SMS, সতর্ক করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহক হন এবং সম্প্রতি সরকারী আর্থিক ভর্তুকি পাওয়ার বিষয়ে SMS পান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) আজ তাদের গ্রাহকদের একটি ভুয়ো SMS সম্পর্কে সতর্ক করেছে। ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, পিএনবির ১৩০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকরা "সরকারি আর্থিক ভর্তুকি" পাবে বলে একটি SMS ভাইরাল হয়েছে, যা সম্পূর্ণ ভুয়ো।
ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'এটি একটি ভুয়ো বার্তা এবং জালিয়াতির জন্য পিএনবির (PNB) নাম ব্যবহার করা হচ্ছে। পিএনবি তাদের গ্রাহকদের এই ধরনের ভুয়া বার্তা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে।'
PNB আরও জানিয়েছে যে, 'সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, আমরা আমাদের গ্রাহকদের ফোন কল বা ইমেলের মাধ্যমে কোনও গোপনীয় / ব্যক্তিগত / আর্থিক তথ্য শেয়ার করতে বলিনা। পাশাপাশি গ্রাহকদের কে কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করার আহ্বান জানাচ্ছি।'
ব্যাঙ্কিং জালিয়াতি এড়ানোর উপায়
শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়! যেকোনো ব্যাঙ্কের গ্রাহকরা জালিয়াতির খপ্পরে পড়তে পারে। আপনি যদি কোনো ব্যাঙ্কের গ্রাহক হন এবং সমস্ত ধরনের জালিয়াতি এড়িয়ে চলতে চান, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করবেন না। আপনার ক্রেডিট কার্ড নম্বর, ইউপিআই পিন, ডেবিট কার্ড সম্পর্কিত বিবরণ কাউকে দেবেন না। এছাড়াও, কোনও ইমেল বা এসএমএসে থাকা লিঙ্কে ক্লিক করবেন না। একই সঙ্গে মোবাইলে অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করবেন না।