পাঞ্চ হোল ডিসপ্লের সাথে Poco F3 এর লঞ্চ আসন্ন, ডিজাইন Redmi K40 এর মত
পোকো আগামীকাল গ্লোবাল মার্কেটে Poco X3 Pro লঞ্চ করতে পারে। আবার ভারতে এই ফোনটি পা রাখবে ৩০ মার্চ। তবে এই ফোনের পাশাপাশি চর্চা চলছে কোম্পানির Poco F3 নামের আরও একটি ফোন শীঘ্রই লঞ্চের মুখ দেখবে। টিপস্টারদের দাবি চীনে লঞ্চ হওয়া Redmi K40 ফোনটিই গ্লোবাল মার্কেটে পোকো এফ৩ নামে আসবে। আজ এই ফোনটির রেন্ডার থেকেও তার প্রমান পাওয়া গেছে। প্রসঙ্গত ভারতে এই ফোনটি Mi 11x নামে লঞ্চ হবে বলে জানা গেছে।
টিপস্টার ঈশান আগরওয়াল আজ Poco F3 এর রেন্ডার শেয়ার করেছেন। এই রেন্ডার অনুযায়ী, ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। এর কাটআউট ডিসপ্লের মাঝবরাবর উপরিভাগে থাকবে। অবশ্যই এরমধ্যে সেলফি ক্যামেরা দেখা যাবে। আবার পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই একইরকম ডিজাইন আমরা Redmi K40 ফোনেও দেখেছি। সেক্ষেত্রে টিপস্টারদের দাবি যে সঠিক তা বলার অপেক্ষা রাখেনা।
Poco F3 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আগেই বলেছি পোকো এফ৩ ফোনটি রেডমি কে৪০ এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সেক্ষেত্রে এই ফোনে থাকতে পারে কর্নিং গরিলা গ্লাস ৫ সহ ৬.৬৭ ইঞ্চি E4 AMOLED ট্রু টোন ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সাথে থাকতে পারে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য Poco F3 এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৪,৫২০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।