ভারতে ফিরছে PUBG Mobile? আগামী সপ্তাহের মধ্যে সামনে আসতে পারে নতুন টিজার

Update: 2021-01-15 12:31 GMT

গত নভেম্বরে দীপাবলির সময় এদেশে নিষিদ্ধ PUBG Mobile গেমের রি-লঞ্চ সম্পর্কে একটি ট্রেলার প্রকাশ করেছিল পাবজি মোবাইল ইন্ডিয়া। কিন্তু তারপর থেকে এখনও অবধি জানা যায়নি গেমটি কবে উপলব্ধ হবে বা আদৌ সরকারি বিধিনিষেধ এড়িয়ে ফিরতে সক্ষম হবে কিনা। বরঞ্চ, ভারত সরকারের বৈদ্যুতিন তথা তথ্য প্রযুক্তি মন্ত্রক, এই গেম কোম্পানিটির সাথে কোনোরকম আলোচনায় বসতে বা সংস্থার অনুরোধ শুনতে উৎসাহী নয় – এমন কথাই বারবার শোনা গেছে। তবে সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, আজ ১৫ই জানুয়ারি থেকে আগামী ১৯ তারিখের মধ্যে গেমের রি-লঞ্চ সম্পর্কিত আর একটি নতুন টিজার প্রকাশ করতে পারে PUBG Mobile। ওই নতুন টিজারে, ভারতের কয়েকজন জনপ্রিয় পাবজি স্ট্রিমারদের দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ম্যাক্সটার্ন নামের এক টুইটার ইউজার, একটি পোস্টের লিখেছেন যে ১৫ জানুয়ারী থেকে ১৯ শে জানুয়ারির মধ্যে পাবজি মোবাইল সংক্রান্ত একটি বড় ঘোষণা করা হবে। আর এমনটা সত্যি না হলে, সে তার টুইটার হ্যান্ডেলটিই ডিলিট করে ফেলবে। ম্যাক্সটার্ন ওরফে সাগর ঠাকুর নামের ওই যুবকের টুইটারের বায়ো সেকশন দেখে মনে হচ্ছে সে PUBG, Call Of Duty, Free Fire, Redbull, SportsKeeda ইত্যাদি সংস্থার সাথে সম্পর্ক রাখে। এক্ষেত্রে, পাবজি ইন্ডিয়া তার মোবাইল গেমের প্রত্যাবর্তন সম্পর্কে কোনো উচ্চবাচ্য করেনি ঠিকই তবে ম্যাক্সটার্নের এই টুইট থেকে পাবজি প্রেমীদের মনে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে।

https://twitter.com/RealMaxtern/status/1346354351833432065

যেহেতু আগামী ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবসের লগ্নে দেশীয় ব্যাটেল গেম FAU-G (ফিয়ারলেস অ্যান্ড উইনাইটেড গার্ডস) লঞ্চের জন্য প্রস্তুত, সেক্ষেত্রে PUBG Mobile সংক্রান্ত এই ধরণের আপডেট প্রাসঙ্গিক বলে মনে হতে পারে। কিন্তু জানিয়ে রাখি, এই ধরণের খবরের সত্যতা কতটা সে বিষয়ে আমাদের কাছে কোনো স্পষ্ট তথ্য নেই। পাবজি কর্পোরেশন কিংবা ভারত সরকার, উভয়ের মধ্যে কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সম্প্রতি, আরটিআইয়ের একটি প্রশ্নের জবাবে, সরকার জানিয়েছে যে ভারতে পাবজি মোবাইলের অ্যাক্সেসকে অবৈধ বলে মনে করা হয়নি। কিন্তু গেমটি পুনরায় চালু হবে এমন কোনো ইঙ্গিত দেয়নি সরকার।

অনেকেই মনে করছেন, এই বছর মার্চ মাসে হয়তো পুনরায় ফিরতে পারে জনপ্রিয় ব্যাটেল-রয়্যাল গেমটি। সেক্ষেত্রে দেশীয় গেম ফৌ-জি (FAU-G) আগেই উপলব্ধ হয়ে যাওয়ায় গেমিং বাজারে একটা বড় জায়গা পাকাপাকিভাবে হারাতে পারে পাবজি। তবে যাইহোক, পাবজি প্রেমী বা গেমারদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো ভুয়ো সংবাদে বিশ্বাস করে কোনো লিঙ্কে ক্লিক না করেন বা এপিকে ফাইল ডাউনলোড না করেন। প্রিয় গেমটির রি-লঞ্চ সংক্রান্ত সঠিক খবর পেতে কেবল ভারত সরকার বা পাবজি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত আপডেটের জন্য অপেক্ষা করুন।

Tags:    

Similar News