EV Charging Station: বিগত চার মাসে দেশের ন'টি বড় শহরে চার্জিং স্টেশনের সংস্থা আড়াই গুণ বেড়েছে, জানাল কেন্দ্র

By :  SUMAN
Update: 2022-02-20 13:22 GMT

বৈদ্যুতিক যানবাহন ব্যবহারকারীদের জন্য আশার খবর শোনালো ভারত সরকার। কী সেই খবর? গত চার মাসে ভারতের ন'টি বড় শহরে বৈদ্যুতিক চার্জিং স্টেশনের সংখ্যা আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এমন পরিসংখ্যানের কথাই জানিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। আসলে পরিবেশ দূষণ রোখার অন্যতম প্রধান হাতিয়ার বৈদ্যুতিক যানবাহনের বাহুল্য। একথা এক বাক্যে মেনে নিয়েছেন সকলেই। কিন্তু ভারতে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধির পথে মূল অন্তরায় অপর্যাপ্ত চার্জিং স্টেশন।

যদিও ইতিমধ্যেই একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা দেশে চার্জিং স্টেশনের পরিকাঠামো বাড়ানোর তাগিদ নেওয়া শুরু করেছে। যার ফলেই এই বৃদ্ধি। যদিও বর্তমানেও এর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। কিন্তু চার মাসে ২.৫ গুণ বৃদ্ধি অবশ্যই ‘আশাব্যঞ্জক’ মনে করছেন একদল বিশেষজ্ঞ। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, সুরাট, আমেদাবাদ, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ - দেশের এই ৯ টি শহরে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের সংখ্যার লক্ষ্যণীয় বৃদ্ধি ঘটেছে।

বর্তমানে এদেশে প্রায় ১,৬৪০ টি পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন রয়েছে, যার মধ্যে শহরাঞ্চলে রয়েছে ৯৪০ টি। বিদ্যুৎ মন্ত্রকের তথ্য অনুযায়ী অক্টোবর, ২০২১ থেকে জানুয়ারি, ২০২২, এই সময়ের মধ্যে ভারতের এই ৯ টি শহরে নতুন ৬৭৮ টি ইভি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। এদিকে এ বছরের ১৪ জানুয়ারি ইভি চার্জিং পরিকাঠামো ক্ষেত্রে নয়া নির্দেশনামা এবং বিধি জারি করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। দেশে বৈদ্যুতিক যানবাহনকে জনপ্রিয় করার পাশাপাশি এর উৎপাদন সংখ্যা বৃদ্ধিতে কেন্দ্র একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে দফতরটি।

এ বিষয়ে কেন্দ্রের সাফাই, পাবলিক ইভি চার্জিং পরিকাঠামোর যথেষ্ট সম্প্রসারণের ফলে ভারতের বাজারে বৈদ্যুতিক যানবাহনের আরও বেশি পরিমাণে লঞ্চ হচ্ছে। এমনকি সংশ্লিষ্ট ক্ষেত্রটিতে ‘৩৬০ ডিগ্রী’ শ্রম দেওয়া হচ্ছে বলেও দাবি কেন্দ্রের, যাতে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি যৌথ উদ্যোগে বৈদ্যুতিক চার্জিং স্টেশনের সংখ্যা বাড়িয়ে তুলতে পারে। এই জাতীয় সংস্থাগুলির মধ্যে রয়েছে BEE, EESL, PGCIL, NTPC এবং আরও অন্যান্য।

প্রসঙ্গত, জ্বালানি তেলের বাণিজ্যিক সংস্থা IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) এবং BP (ভারত পেট্রোলিয়াম) দেশের শহরগুলিতে এবং জাতীয় মহাসড়কের পাশে যৌথভাবে ২২,০০০ ইভি চার্জিং স্টেশন তৈরীর ঘোষণা করেছে। যার মধ্যে ১০,০০০ টি বসাবে ইন্ডিয়ান অয়েল, ৭,০০০ টি তৈরি করবে ভারত পেট্রোলিয়াম এবং বাকি ৫,০০০ টি গড়ে তুলবে হিন্দুস্থান পেট্রোলিয়াম (HP)। আবার ইতিমধ্যেই সংস্থা তিনটি যথাক্রমে ৪৩৯, ৫২ এবং ৩৮২ টি চার্জিং স্টেশন তৈরি করেছে বলে জানিয়েছে।

Tags:    

Similar News