কোয়ালকমের সর্বশক্তিমান প্রসেসর Snapdragon 8 Gen 1+ আসছে মে মাসে, পরেই মাসেই লঞ্চ হবে নয়া ফোন
স্মার্টফোন চিপসেট নির্মাতা কোয়ালকম (Qualcomm) শীঘ্র তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। জল্পনা চলছে এই চিপসেটটি Snapdragon 8 Gen 1-এর উত্তরসূরি হিসাবে আসবে এবং সম্ভবত এটিকে Snapdragon 8 Gen 1+ নামে ডাকা হতে পারে। কোয়ালকমের এই প্রসেসরে পূর্বসূরির তুলনায় তাৎপর্যপূর্ণভাবে পারফরম্যান্সের উন্নতি দেখা যাবে আশা করা হচ্ছে। আজ এক পরিচিত টিপস্টার দাবি করেছেন চলতি বছরের মে মাসেই Snapdragon 8 Gen 1+- এর ওপর থেকে পর্দা সরাতে পারে কোয়ালকম।
Qualcomm- এর নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর আসছে আগামী মে মাসেই
টিপস্টার যোগেশ ব্রার একটি টুইটে দাবি করেছেন, আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস প্রসেসরটি আগামী মে মাসের শুরুই দিকে লঞ্চ হতে পারে। এর সাথে তিনি আরও বলেছেন, এই ফ্ল্যাগশিপ চিপসেটটির পাশাপাশি আরও কয়েকটি মিড-রেঞ্জ ও হাই মিড-রেঞ্জ সেগমেন্টের চিপসেটের ওপর কাজ করছে কোয়ালকম, যেগুলিও দ্রুত বাজারে পা রাখতে পারে।
আবার অনসাইটগো (OnSiteGo)- এর একটি রিপোর্টে, যোগেশ ব্রার উল্লেখ করেছেন যে, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্লাস-এর উপর ভিত্তি করে ফ্ল্যাগশিপ ফোনগুলি এবছরের জুনের মাসের মধ্যেই উন্মোচিত হতে পারে। লেনোভো (Lenovo) এবং মোটোরলা (Motorola), ওয়ানপ্লাস (OnePlus) এবং শাওমি (Xiaomi)- এর মত বৃহৎ স্মার্টফোন সংস্থাগুলি এই চিপসেট সহ তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে এবং চিপসেটটি লঞ্চ হওয়ার অল্প সময়ের মধ্যেই এই হ্যান্ডসেটগুলিও বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানিয়ে রাখি, নতুন Snapdragon 8 Gen 1+ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা স্যামসাং ইলেকট্রনিক্সের ৪ ন্যানোমিটার প্ল্যাটফর্মের তুলনায় ওভারহিটিং হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। Snapdragon 8 Gen 1+-এর সাথে পারফরম্যান্সের সামগ্রিক বৃদ্ধিও প্রত্যাশিত। নতুন রিপোর্ট অনুযায়ী, এই কোয়ালকম প্রসেসরের মডেল নম্বর SM8475 এবং এটি টিএসএমসি (TSMC)-এর ৪ ন্যানোমিটার নোডের ওপর ভিত্তি করে নির্মিত প্রথম কোয়ালকম চিপসেট হবে। এটি সাম্প্রতিক মিডিয়াটেকের (Mediatek) Dimensity 9000 সিরিজের চিপসেটের থেকেও শক্তিশালী হবে, যেগুলি দামে সস্তা হলেও পারফরম্যান্সের দিক থেকে কোয়ালকমের Snapdragon 8 Gen 1 প্রসেসরের সমান। তাই মনে করা হচ্ছে কোয়ালকম এখন তার নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরটির মাধ্যমে তাদের পারফরম্যান্স লিড ফিরে পাওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, কোয়ালকমের এই টপ-এন্ড অফারিংটি ছাড়াও, শীঘ্রই Snapdragon 7 সিরিজের অধীনে নতুন কয়েকটি চিপসেটও লঞ্চ হতে পারে। যোগেশ ব্রার তার টুইট আসন্ন আরও কয়েকটি কোয়ালকম চিপসেটের কথা উল্লেখ করেছেন, যেগুলো মিড এবং আপার মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনে দেখা যেতে পারে। উল্লেখিত রিপোর্টেও এই প্রসেসরগুলিকে "Snapdragon 700" সিরিজের অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং চিপসেটগুলি Snapdragon 8 Gen 1+- এর মতো জুন মাসের মধ্যে নতুন স্মার্টফোনের সাথে বাজারে প্রথম পা রাখতে পারে।