Digital Payment: সুখবর, গ্রামাঞ্চলে চালু হচ্ছে অফলাইন ডিজিটাল পেমেন্ট পরিষেবা, সম্মতি দিল RBI

By :  techgup
Update: 2022-01-04 14:22 GMT

গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে টাকা লেনদেনের (ট্রানজ্যাকশন) জন্য নতুন ব্যবস্থা নিয়ে এল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ডিজিটাল লেনদেন চালু করে দেশে সামগ্রিকভাবে ডিজিটাল বিপ্লব আনার জন্য সোমবার RBI অফলাইন ডিজিটাল পেমেন্টের কথা ঘোষণা করেছে। জানিয়ে রাখি, অফলাইন ডিজিটাল পেমেন্ট হল এমন একটি ট্রানজ্যাকশন পদ্ধতি, যার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে, প্রত্যন্ত যে অঞ্চলগুলিতে ইন্টারনেট সংযোগ নেই, সেখানেও ডিজিটাল মোডে লেনদেনের জন্য এই ব্যবস্থা চালু করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক৷

RBI জানিয়েছে যে, অফলাইন মোডের অধীনে, কার্ড, ওয়ালেট এবং মোবাইল ডিভাইসের মতো যে কোনো চ্যানেল বা যন্ত্র ব্যবহার করে পেমেন্টগুলি ফেস-টু-ফেস (প্রক্সিমিটি মোড) করা যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে প্রতি লেনদেনে ২০০ টাকা পর্যন্ত অফলাইন পেমেন্ট করা যাবে, তবে সামগ্রিকভাবে সারাদিনে ২,০০০ টাকা ট্রানজ্যাকশন করা সম্ভব। এই লেনদেনগুলির জন্য প্রমাণীকরণের অ্যাডিশনাল ফ্যাক্টরের (additional factor of authentication বা AFA) প্রয়োজন হবে না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, যেহেতু লেনদেনগুলি অফলাইনে হচ্ছে, তাই গ্রাহক খানিকক্ষণ পরে অ্যালার্ট (এসএমএস এবং/অথবা ই-মেইলের মাধ্যমে) পাবেন।

যেমনটা আগে বলেছি, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রতি লেনদেনে ২০০ টাকা পর্যন্ত অফলাইন পেমেন্ট করা যাবে এবং এইভাবে সারাদিনে ২,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যেতে পারে। তবে যেহেতু এই কাজগুলি অফলাইনে হচ্ছে, তাই যতক্ষণ না পর্যন্ত এগুলি আবার অনলাইন মোডে অ্যাডজাস্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ২,০০০ টাকা লেনদেন সম্ভব হবে। তবে একবার অনলাইন মোডে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনি আবার লেনদেনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রত্যন্ত এলাকাগুলিতে যেহেতু নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকে না, বা থাকলেও তার মান খুব একটা ভালো হয় না, সেই কারণেই অফলাইন মোডে আর্থিক লেনদেনের ওপরে জোর দেওয়া হচ্ছে৷

RBI-এর তরফে জানানো হয়েছে যে, ইন্টারনেট সংযোগবিহীন প্রত্যন্ত অঞ্চলগুলিতে ডিজিটাল লেনদেনের জন্য ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল৷ এই পাইলট প্রকল্প থেকে ভালো সাড়া মেলার পর অফলাইন মোডে খুচরো লেনদেনের পরিষেবার পরিকাঠামো তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে ডিজিটাল লেনদেনের জন্য নতুন দিগন্ত যেমন খুলে যাবে, সেরকমই ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে৷ সেইসাথে RBI একথাও জানিয়েছে যে, এই ধরনের লেনদেন যাতে নিরাপদ হয় এবং গ্রাহক স্বার্থ সুরক্ষিত থাকে, তাও নিশ্চিত করা হবে৷

Tags:    

Similar News