Realme 8 এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে আজ প্রথমবার অফারের সাথে কেনার সুযোগ

By :  ANKITA
Update: 2021-04-13 06:43 GMT

চলতি বছরের মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Realme 8। ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ফোনের সেল অনুষ্ঠিত হয়েছে। তবে আজ প্রথমবার রিয়েলমি ৮ এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কেনা যাবে। কোম্পানি তরফে জানানো হয়েছে, ১৩ এপ্রিল Flipkart ও Realme.com সাইটে এই ভ্যারিয়েন্টটি উপলব্ধ হবে। জানিয়ে রাখি এছাড়াও ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়।

Realme 8 এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম

ভারতে রিয়েলমি ৮ এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। এই দুটি ভ্যারিয়েন্ট‌ ওপেন সেলে কেনা যাবে। ফোনটি সাইবার সিলভার ও সাইবার ব্ল্যাক কালারে এসেছে।

অফারের কথা বললে, রিয়েলমি ওয়েবসাইটে MobiKwik ইউজাররা ২০০ টাকা ক্যাশব্যাক পাবে। আবার ৭৫ টাকা ছাড় দেওয়া হবে Freecharge ব্যবহার করে পেমেন্ট করলে।

এদিকে ফ্লিপকার্টে, Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ডিসকাউন্ট পাবে। ফোনটির নো কস্ট ইএমআই শুরু হবে ৩,০০০ টাকা থেকে।

Realme 8 এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৮ ফোনে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। যার পিক ব্রাইটনেস ১০০০ নিটস। ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। Realme 8 ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএসে চলে। আবার এতে আছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Hi-Res Audio সার্টিফিকেশন, ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ১৭৭ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News