আরও একটি মার্কেটে লঞ্চ হবে Realme 9 5G, সংস্থার ঘোষণার আগেই ফাঁস হল দাম

By :  techgup
Update: 2022-04-18 11:31 GMT

বর্তমানে রিয়েলমি তাদের লেটেস্ট নম্বর সিরিজ অর্থাৎ Realme 9 সিরিজের অধীনে মোট ছ'টি স্মার্টফোন বিশ্বজুড়ে বিক্রি করছে। সেগুলি হল Realme 9i, 9 Pro, 9 Pro+, 9 4G, 9 5G, এবং 9 5G SE। তার মধ্যে প্রথম তিনটি হ্যান্ডসেট ইতিমধ্যে ইউরোপে নিয়ে এসেছে তারা। এবার সেখানে শীঘ্রই Realme 9 4G ও 5G লঞ্চের পরিকল্পনা করছে সংস্থাটি।

জল্পনা বাড়িয়ে গিজপাইয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপে আপকামিং Realme 9 5G-এর মূল্য ২৭৮ ইউরো (প্রায় ২২,৯৮৭ টাকা) রাখা হবে। এটি ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। ইউরোপের একটি অনলাইন রিটেলারের ওয়েবসাইট থেকে তথ্যটি ফাঁস হয়েছে।

Realme 9 5G স্পেসিফিকেশন

রিয়েলমি ৯ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সমর্থন করে। রিয়েলমি ৯ ৫জি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, Realme 9 5G -এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা বর্তমান - ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য একটি ১৬ মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ‌।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি ৯ ৫জি ফোনে, ১৮ ওয়াট কুইক চার্জ সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। স্মার্টফোনটি উন্নত পাওয়ার এফিশিয়েন্সির জন্য মিডিয়াটেক হাইপারইঞ্জিন ২.০ প্রযুক্তি ব্যবহার করে।

Tags:    

Similar News