Realme 9 Pro, Realme 9 Pro+ 5G কয়েক সপ্তাহের মধ্যে ভারতে আসছে, দেখা গেল Geekbench-এ
কিছুদিন আগেই ভারতে আত্মপ্রকাশ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত Realme 9i স্মার্টফোনটি। রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই এই সিরিজের আরও দুটি ফোন, Realme 9 Pro ও Realme 9 Pro+ এদেশে লঞ্চ হবে। বিগত কয়েক মাস ধরেই রিয়েলমির এই আসন্ন ফোন দুটি নিয়ে জল্পনা চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে Realme 9 Pro ও Realme 9 Pro+ উভয় মডেল সম্পর্কীত একাধিক তথ্য উঠে এসেছে। আর এবার লঞ্চের আগে এক পরিচিত টিপস্টার প্রকাশ্যে আনলেন এই দুই ফোনের রেন্ডার, যার থেকে ফোনগুলির কালার অপশনগুলি সম্পর্কে জানতে পারা গেছে। এছাড়া Realme 9 Pro+ 5G ফোনটিকে স্পট করা হয়েছে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে (Geekbench) ও একাধিক সার্টিফিকেশন সাইটে। এই সাইটগুলির লিস্টিং থেকে ফোনটির বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন জনসমক্ষে এসেছে।
ফাঁস হল Realme 9 Pro ও Realme 9 Pro+ মডেল দুটির রেন্ডার
টিপস্টার স্টিভ এইচ ম্যাকফ্লাই (@OnLeaks) টেক সাইট স্মার্টপ্রিক্সের (Smartprix) সহযোগিতায় রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনদুটির রেন্ডার ফাঁস করেছেন। রেন্ডার অনুযায়ী, আসন্ন হ্যান্ডসেটগুলিকে অরোরা গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ ব্লু - এই তিনটি কালার অপশনে বেছে নিতে পারবেন আগ্রহী ক্রেতারা।
এছাড়াও রেন্ডারগুলি থেকে প্রকাশ পেয়েছে, রিয়েলমি ৯ সিরিজের নতুন দুই মডেলেই থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে। রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস ফোনের ব্যাক প্যানেলের ওপরের বাম কোণে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট অবস্থান করবে। তবে প্রো মডেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং প্রো প্লাস মডেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এছাড়াও রেন্ডারগুলি থেকে জানা গেছে, রিয়েলমি ৯ প্রো এবং রিয়েলমি ৯ প্রো প্লাস এর বাঁদিকের পাওয়ার বাটন ও ডানদিকে ভলিউম বাটনগুলি থাকবে।
অন্যদিকে, সম্প্রতি RMX3393 মডেল নম্বর সহ Realme 9 Pro+ স্মার্টফোনের ৫জি ভ্যারিয়েন্টটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। হ্যান্ডসেটটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৮১৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৩২৪ পয়েন্ট অর্জন করেছে। সাইটের লিস্টিং অনুযায়ী, Realme 9 Pro+ 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, এই প্রসেসরে ২.৫০ গিগাহার্টজের সর্বাধিক ক্লক স্পিড সহ দুটি পারফরম্যান্স কোর এবং ২.০ গিগাহার্টজের সর্বাধিক ক্লক স্পিড সহ ছয়টি কোর রয়েছে। এরসাথে Realme 9 Pro+ 5G ফোনে ৮ জিবি র্যাম থাকবে।
উল্লেখ্য, Realme 9 সিরিজের Pro+ মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) থেকেও সার্টিফিকেশন পেয়েছে বলে জানা গেছে। তালিকা অনুসারে, ডিভাইসটিতে ওয়াইফাই সাপোর্ট সহ ব্লুটুথ এবং ৫জি সংযোগ থাকবে। তালিকা থেকে প্রকাশ এসেছে, Realme 9 Pro+ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।