ভারতে আসছে দৈত্যাকার ব্যাটারির Realme C25, দাম জেনে নিন

By :  PUJA
Update: 2021-03-30 04:41 GMT

Realme ভারতে তাদের নতুন C সিরিজের স্মার্টফোন লঞ্চের তোড়জোড় শুরু করলো। রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও, মাধব শেঠ (Madhav Sheth) একটি টিজার ইমেজের মাধ্যমে নিশ্চিত করেছেন, এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। যদিও তিনি ফোনের নাম জানাননি, তবে আমাদের অনুমান এই ফোনটি Realme C25 হবে। সম্প্রতি এই ফোনটি ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। রিয়েলমি সি ২৫ ফোনেও একই ব্যাটারি ক্যাপাসিটি ও ডিসপ্লে ডিজাইন আছে।

মাধব শেঠ একটি টুইটে তাদের ফ্যানদের কাছে জানতে চেয়েছেন, 'ফটো তে কি লুকানো আছে?' সাথে তিনি হাতে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ফোন ধরে আছেন, যেখানে ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে। যদিও এই ফোনটি কবে ভারতে আসতে পারে তা তিনি টুইটে উল্লেখ করেননি।

https://twitter.com/MadhavSheth1/status/1376437765135429632

Realme C25 এর দাম ও স্পেসিফিকেশন

রিয়েলমি সি ২৫ দুটি স্টোরেজ সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। যেগুলি হল ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,০৯৯,০০০ ইন্দোনেশিয়া রুপিয়া (প্রায় ১০,৫০০ টাকা) ও ২,৪৯৯,০০০ ইন্দোনেশিয়া রুপিয়া (প্রায় ১২,৫৫০ টাকা)।

স্পেসিফিকেশনের কথা বললে Realme C25 ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০) আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম ওএস-এ চলে।  সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার রিয়েলমি সি ২৫ এর পিছনে আছে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News