Realme GT 2 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, কখন ও কতগুলি ফোন বাজারে আসছে জেনে নিন

By :  techgup
Update: 2022-01-04 09:56 GMT

বহু প্রতীক্ষার পর Realme GT 2 স্মার্টফোন সিরিজের স্মার্টফোনগুলি আজ (মঙ্গলবার, ৪ জানুয়ারি) চীনের বাজারে পা রাখবে। এই লাইনআপে Realme GT 2, Realme GT 2 Pro, এবং Realme GT 2 Master Edition -এই ফোনগুলি বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত মাসে, রিয়েলমি তাদের প্রথম আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোন Realme GT 2 Pro- এর ডিজাইন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন সম্পর্কিত তিনটি উদ্ভাবনী বৈশিষ্ট্য সন্বন্ধে জানিয়েছিল, যেগুলি এর আগে আর কোনও ফোনে দেখা যায়নি। আসুন Realme GT 2 সিরিজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Realme GT 2 সিরিজ আজ কখন লঞ্চ হবে

চীনে রিয়েলমির আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যে ৭.৩০ টা (ভারতে বিকেল ৫ টা) নাগাদ। রিয়েলমির চীনা ওয়েবসাইট এবং Weibo-এর মাধ্যমে লঞ্চ ইভেন্টটি লাইভ স্ট্রিম করা হবে।

রিয়েলমি আজ চীনের বাজারে Realme GT 2, Realme GT 2 Pro এবং Realme GT 2 Master Edition লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। যেহেতু ইতিমধ্যেই এই সিরিজের 'প্রো' ভ্যারিয়েন্টটির বিভিন্ন অভিনব ফিচার ও প্রধান স্পেসিফিকেশনগুলি সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে, তাই স্বাভাবিক ভাবেই আজকের এই লঞ্চ ইভেন্টে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে Realme GT 2 Pro স্মার্টফোনটিই।

রিয়েলমি জিটি ২ সিরিজের স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন (Realme GT 2 series specifications)

রিয়েলমির এই আসন্ন সিরিজের সবকটি ফোনই লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ আসবে বলে দাবি করা হয়েছে। উন্নত থার্মাল ম্যানেজমেন্টের জন্য এই প্রসেসরটি একটি সুপারসাইজড ভ্যাপার চেম্বার (VC) লিকুইড কুলিং এরিয়া সহ নতুন 'ডায়মন্ড আইস কোর কুলিং প্লাস' প্রযুক্তি অফার করবে। তবে কয়েকটি রিপোর্টে বলা হয়েছে যে, রিয়েলমি জিটি ২ মডেলে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এবং সম্ভবত এই ফোনটি ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ সহ আসতে পারে।

আবার Realme GT 2 স্মার্টফোনের ব্যাকপ্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং ২-মেগাপিক্সেলের আরও একটি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 2 স্মার্টফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫,০০০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি থাকতে পারে।

অন্যদিকে, Realme GT 2 Pro স্মার্টফোনে ৬.৭ ইঞ্চির ২কে (2K) পাঞ্চ-হোল স্যামসাং ডিসপ্লে দেখতে পাওয়া যাবে বলে জানা গেছে। নিশ্চিত করা হয়েছে যে এই ডিসপ্লের রেজোলিউশন ১,৪৪০×৩,২১৬ পিক্সেল ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এছাড়াও এতে থাকবে এলটিপিও (LTPO) প্রযুক্তি, সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস, "হার্ট রেট সনাক্তকরণ" ফিচার এবং নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়াও দাবি করা হয়েছে, Realme GT 2 Pro ফোনটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এই ফ্ল্যাগশিপ ফোনটি মাস্টার পেপার এবং মাস্টার মিস্টিরিয়াস (অনুবাদিত)- এই কালার অপশনে বাজরে পাওয়া যেতে পারে।

রিয়েলমির তরফে জানা গেছে ফটোগ্রাফির জন্য Realme GT 2 Pro ফোনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে দেখা যেতে পারে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৭৬৬ প্রাইমারি ক্যামেরা লেন্স, ১৫০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়াও, Realme GT 2 Pro ফোনে একটি ফিশআই মোডও থাকবে।

Tags:    

Similar News