Realme GT Neo 2T আগামীকাল নজরকাড়া Glaze White কালারে আসছে, থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা

Update: 2021-10-12 06:55 GMT

Realme GT Neo 2T আগামীকাল চীনে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি Realme GT Neo এর উত্তরসূরী হবে। কোম্পানি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ফোনটির ফিচার টিজ করতে শুরু করেছে। লেটেস্ট একটি টিজার থেকে Realme GT Neo 2T ফোনের Glaze White কালার ভ্যারিয়েন্ট সামনে এসেছে। এর আগে জানা গিয়েছিল ফোনটি ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে।

Realme GT Neo 2T আসছে Glaze White কালার ভ্যারিয়েন্ট

রিয়েলমি জিটি নিও ২টি ফোনের গ্লেজ হোয়াইট ভ্যারিয়েন্টে ইম্প্রেসিভ হোয়াইট ফিনিশ থাকবে। ফোনের পিছনে আয়তক্ষেত্রকার ক্যামেরা মডিউল দেখা যাবে, সাথে থাকবে লম্বা এলইডি ফ্ল্যাশ। রিয়েলমি জিটি নিও ২টি ফোনের বাম থেকে ডান প্রান্তের দিকে সামান্য বক্রতা (Curved) দেখা যাবে।

আবার ফোনটির নীচের দিকে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও এক্সটার্নাল স্পিকার পাওয়া যাবে। আবার ফোনের ডান পাশে সিম স্লট ও ভলিউম বাটন রয়েছে।

Realme GT Neo 2T স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি নিও ২টি ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড ডিসপ্লে সহ আসতে পারে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। সিকিউরিটির জন্য ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। রিয়েলমি জিটি নিও ২টি ফোনে ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ফটো ও ভিডিওর জন্য Realme GT Neo 2T ফোনের পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল‌ ম্যাক্রো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি থাকবে, যা ৬৫ ওয়াট ফাস্ট সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News