Realme Narzo 30 : পাওয়ারফুল ব্যাটারি ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ আসন্ন

Update: 2021-03-31 15:25 GMT

Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A ভারতে লঞ্চ হতেই জল্পনা শুরু হয় যে, এই সিরিজের বেস মডেল Realme Narzo 30 নাও বাজারে আসতে পারে। যদিও রিয়েলমি ইন্ডিয়ার সিইও, মাধব শেঠ কয়েক সপ্তাহ আগেই নিশ্চিত করেছেন যে, রিয়েলমি নারজো ৩০ ফোনটি 5G ও 4G সাপোর্টের সাথে লঞ্চ হবে। এরপর গতকাল এই ফোনকে ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে দেখা যায়। আর আজ Realme Narzo 30 এর লাইভ ইমেজ ফাঁস হয়েছে।

টুইটার ইউজার, Paras Guglani আজ রিয়েলমি নারজো ৩০ এর লাইভ ইমেজ সহ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই ছবিতে ফোনটিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সহ দেখা গেছে। এই ক্যামেরা সেন্সরগুলি উল্লম্বভাবে সজ্জিত। আবার রিয়ার প্যানেলের বাম দিক বরাবর সাইনি স্ট্রিপ বর্তমান। এছাড়া ফোনটিতে ম্যাট গোল্ডেন ফিনিশ থাকবে।

Paras আরও জানিয়েছেন, Realme Narzo 30 ফোনের সামনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। এর কাটআউট বাম দিকে অবস্থিত। সিকিউরিটির জন্য এতে দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

গতকাল ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, রিয়েলমি নারজো ৩০ ফোনের মডেল নম্বর হবে RMX2156। এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউ আই ২.০ কাস্টম স্কিনে। ফোনটির আকৃতি হবে ১৬২.৩৫ x ৭৫.৪৬ x ৯.৪৫ এমএম। আবার ফোনটির ওজন হবে ১৯৮ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News