Redmi 10A vs Redmi 10 Power: সস্তায় কোন রেডমি ফোনটি কেনা বেশি লাভজনক হবে জেনে নিন

আপনি যদি নিজের জন্য একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন খুঁজে থাকেন, তবে Redmi ব্রান্ডের হ্যান্ডসেট বেছে নিতে পারেন। কেননা সংস্থাটি চলতি বছরে ভারতের বাজারে লো-এন্ড ক্যাটাগরির অধীনে একাধিক ‘ব্র্যান্ড-নিউ’ স্মার্টফোন নিয়ে এসেছে। এক্ষেত্রে বিশেষভাবে Redmi 10-সিরিজের কথা উল্লেখ করতেই হচ্ছে। আসলে এই লাইনআপের অধীনে গত ২০ই এপ্রিল দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi এর এই সাব-ব্র্যান্ড। এই ফোন দুটি হল Redmi 10A ও Redmi 10 Power। যার মধ্যে Redmi 9A ফোনের উত্তরসূরী হিসাবে আসা Redmi 10A হেলিও জি২৫ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র‍্যাম ও ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আর Redmi 10 Power স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ পাওয়ারের ব্যাটারি বিদ্যমান আছে। তবে সাদৃশ্য হিসাবে বাজেট রেঞ্জের এই দুটি হ্যান্ডসেটেই HD+ ডিসপ্লে প্যানেল, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট উপস্থিত। ফলে সামগ্রিক ফিচারকে সামনে রেখে এই ফোন-দ্বয়ের মধ্যে যেকোনো একটিকে বাছা যথেষ্ট বিভ্রান্তির বিষয় হতে পারে আপনাদের জন্য। তাই আজ আমরা আপনাদের সুবিধার্থে উল্লেখিত দুটি ফোনের মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনা করবো।

Xiaomi Redmi 10A vs Xiaomi Redmi 10 Power: ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

রেডমি ১০এ ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লেটি ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। নিরাপত্তার জন্য ডুয়েল-সিমের এই ফোনে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ডুয়েল-সিমের (ন্যানো) রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। সিকিউরিটি ফিচার বা বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য রিয়ার-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে হ্যান্ডসেটে।

Xiaomi Redmi 10A vs Xiaomi Redmi 10 Power: প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি ১০এ ফোনটি ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে রান করবে। আর স্টোরেজ হিসাবে, এই ফোনে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত মেমরি উপলব্ধ। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটির ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনে, অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। রেডমি ১০ পাওয়ার ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ সহ এসেছে। এই নয়া ফোনে ৩ জিবি পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Xiaomi Redmi 10A vs Xiaomi Redmi 10 Power: ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য, রেডমি ১০এ ফোনের রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের একক ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরায় পোট্রেট মোড ফিচার উপলব্ধ থাকছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার: এফ/১.৮) এবং ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স (অ্যাপারচার: এফ/২.৪)। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য থাকছে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Xiaomi Redmi 10A vs Xiaomi Redmi 10 Power: ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

পাওয়ায় ব্যাকআপের জন্য রেডমি ১০এ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির কথা বললে, এতে অডিওর জন্য ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং চার্জিং তথা ডেটা স্থানান্তরের জন্য মাইক্রো-ইউএসবি পোর্ট মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। যদিও, সংস্থার ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুসারে, ফোনটির রিটেল বক্সে মাত্র ১০ ওয়াট ক্যাপাসিটির পাওয়ার অ্যাডপ্টার বা চার্জার দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস/এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Xiaomi Redmi 10A vs Xiaomi Redmi 10 Power: দাম

রেডমি ১০এ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। ফোনটি সী ব্লু, স্লেট গ্রে ও চারকোল ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১৪,৯৯৯ টাকায় নিয়ে আসা হয়েছে। এটি দুটি কালার অপশনের সাথে এসেছে – পাওয়ার ব্ল্যাক এবং স্পোর্টি অরেঞ্জ।