RealmeBook ল্যাপটপ আসছে Windows 11 অপারেটিং সিস্টেম সহ, দেখতে অনেকটা Macbook এর মত
ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে যে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme, তার নতুন RealmeBook ডিভাইসটির মাধ্যমে ল্যাপটপের বাজারে পা রাখতে চলেছে। সামনে এসেছে এই ল্যাপটপের ডিজাইন সহ বিভিন্ন তথ্যও। তবে এখন ব্র্যান্ডটি একটি টুইট করে জানিয়েছে যে, আসন্ন রিয়েলমি বুক ল্যাপটপটি আপগ্রেড ফিচার সহ আসবে, যার সবচেয়ে বড় ফিচার হবে সদ্য চালু হওয়া Windows 11 (উইন্ডোজ ১১) অপারেটিং সিস্টেমের উপস্থিতি।
RealmeBook লঞ্চ হবে Windows 11 ওএস এর সাথে
গতকাল রাতে সংস্থাটি 'RealmeTechLife' টুইটার হ্যান্ডেল থেকে একটি ৬ সেকেন্ডের ভিডিও টুইট করেছে, যাতে '11' (১১) সংখ্যাটিকে একটি ল্যাপটপ এবং পাঠ্যে রূপান্তরিত হতে দেখা গেছে। পাশাপাশি ওই ভিডিওতে খুব ছোট্ট করে 'আপগ্রেড টু উইন্ডোজ ১১' কথাটি লেখা আছে। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই দুটি নতুন প্রোডাক্ট (অর্থাৎ রিয়েলমি বুক এবং লেটেস্ট উইন্ডোজ ১১)-এর মধ্যে সম্পর্ক থাকার ইঙ্গিত পাচ্ছে টেক মহল।
কবে আসবে RealmeBook ল্যাপটপ?
নতুন রিয়েলমি বুক ল্যাপটপের লঞ্চের ব্যাপারে খুব বেশি কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে। জল্পনা রয়েছে, এটি দেখতে অনেকটা MacBook-এর মত হবে এবং এতে অ্যালুমিনিয়াম বডি এবং পাতলা বেজেল থাকবে।
অন্যদিকে এই RealmeBook ল্যাপটপের পাশাপাশি, সংস্থাটি নিজের প্রথম ট্যাবলেটও লঞ্চ করবে, যার নাম হবে RealmePad। সেক্ষেত্রে রিয়েলমির ল্যাপটপ বা ট্যাবলেটের লঞ্চের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।