Redmi 10 2022 ভারতে শীঘ্রই Poco ব্র্যান্ডিংয়ের সাথে লঞ্চ হবে, দেখা গেল BIS সার্টিফিকেশন সাইটে

Update: 2022-02-24 06:57 GMT

গত সপ্তাহেই রেডমি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে Redmi 10 2022 স্মার্টফোনটি। এই মডেলটি আবার ভারতের বাজারে Redmi 10 Prime 2022 নামে আসতে পারে বলে জল্পনা চলছে। তবে লঞ্চের আগে এবার এই আপকামিং হ্যান্ডসেটটিকে এক জনপ্রিয় টিপস্টার খুঁজে পেলেন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে। এই সাইটের লিস্টিং থেকে Redmi 10 2022 সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই রেডমি ফোনটি পোকো ব্র্যান্ডিংয়ের অধীনে এদেশের বাজারে উন্মোচিত হতে পারে।

Redmi 10 2022 লাভ করলো BIS- এর অনুমোদন

টিপস্টার মুকুল শর্মা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)- এর সার্টিফিকেশন সাইটে আসন্ন রেডমি ১০ ২০২২-কে স্পট করেছেন। 22011119TI মডেল নম্বর সহ এই ফোনটি বিআইএস- এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সাইটের তালিকাটি প্রকাশ করেছে রেডমি ১০ ২০২২- এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে পোকো ব্র্যান্ডের একটি ফোন ভারতের বাজারে পা রাখতে পারে। মডেলটি সম্ভবত পোকো এম৪ নামে এদেশের বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

https://twitter.com/stufflistings/status/1496313284274057216

প্রসঙ্গত, ২০২০ সালে পোকো লঞ্চ করেছিল তাদের Poco M2 ফোনটি, যেটি আসলে ছিল Redmi 9 Prime-এর একটি রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট। তাই, মনে করা হচ্ছে আপকামিং Poco M4 হ্যান্ডসেটটি Redmi 10 Prime 2022 ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এই রেডমি ফোনটি আবার গতবছর লঞ্চ হওয়া Redmi Note 11 4G- এর চীনা ভ্যারিয়েন্টের একটি রিব্যাজড সংস্করণ।

রেডমি ১০ ২০২২- এর স্পেসিফিকেশন এবং ফিচার (Redmi 10 2022 Specifications)

গত ১৫ ফেব্রুয়ারি লঞ্চ হওয়া রেডমি ১০ ২০২২ হ্যান্ডসেটে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটির ডিজাইন পাঞ্চ-হোল, যার কাটআউটের মধ্যে রয়েছে সেলফি ক্যামেরা। আবার এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০৫ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং কর্নিং গরিলা গ্লাস ৩- এর সুরক্ষা অফার করে।

Redmi 10 2022 ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর, যার সাথে গ্রাফিক্সের জন্য আছে মালি জি৫২ জিপিইউ (Mali G52 GPU)। এই ডিভাইসে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। আবার ব্যবহারকারীরা মাইক্রো-এসডি কার্ডের সাহায্যে স্টোরেজটি সম্প্রসারণ করতে পারবেন। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Redmi 10 2022- এর ব্যাক প্যানেলে কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে৷ এই ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই রেডমি স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, Redmi 10 2022 টাইপ-সি চার্জিং পোর্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডেডিকেটেড মাইক্রো-এসডি কার্ড স্লট, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে।

Tags:    

Similar News