Redmi 8A Dual ইউজারদের জন্য দারুন খবর, চলে এল MIUI 12 আপডেট
Redmi 8A Dual ইউজারদের জন্য সুখবর। গত সপ্তাহে Redmi 8 ও Redmi 8A এর পর Xiaomi এবার এই বাজেট ফোনটির জন্য MIUI 12 আপডেট রোল আউট করলো। তবে মনে রাখবেন এটি অ্যান্ড্রয়েড ১০ বেসড আপডেট। প্রসঙ্গত ভারতে এই ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড এমআইইউআই ১১ কাস্টম স্কিন সহ লঞ্চ হয়েছিল। এর কিছুপর ফোনটি অ্যান্ড্রয়েড ১০ আপডেট পায়। এবার রেডমি ৮এ ডুয়াল ইউজাররা এমআইইউআই ১২ কাস্টম স্কিনের আনন্দ নিতে পারবে।
Mi India ফোরাম অনুযায়ী, Redmi 8A Dual ফোনটির জন্য আসা MIUI 12 আপডেটের বিল্ড নম্বর V12.0.1.0.QCQINXM। অন্যান্য MIUI রিলিজের মত এই লেটেস্ট বিল্ডটিও স্টেবল বিটা ফেজে আছে। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন তাহলে Settings > About Phone > MIUI version and check for updates স্টেপগুলি ফলো করে আপডেটটি এসেছে কিনা চেক করতে পারেন।
ফোরাম থেকে জানা গেছে, আপাতত কিছু সংখ্যক রেডমি ৮এ ডুয়াল ইউজার প্রথমে এই আপডেট পাবে। এরপর যদি কোনো সমস্যা না দেখা দেয়, তাহলে আপডেটটি সবার জন্য রোল আউট করা হবে। আপডেট করার সময় অবশ্যই ফোনের চার্জ ৬০ শতাংশের বেশি রাখবেন। আবার সিস্টেমের ডেটা ব্যাকআপ নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
Redmi 8A Dual এর কথা বললে ভারতে এই ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৭,৪৯৯ টাকা। আবার ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা।