বাড়ছে ১ জিবি র‌্যাম , Redmi Note 8 ফোনের জন্য এল MIUI 12.5 আপডেট

Update: 2021-12-13 04:08 GMT

Xiaomi বরাবরই সফটওয়্যার আপডেটের দিক থেকে Redmi Note 8 এর প্রতি 'ধীরে চলো নীতি' গ্রহণ করেছে। এই ফোনটি কেবল গত মাসে Android 11 আপডেট পেয়েছে। আর এখন এর গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য MIUI 12.5 আপডেট রোল আউট করা হল। এই আপডেট মূলত অপ্টিমাইজ সিস্টেম পারফরম্যান্সের পাশাপাশি উন্নত সিস্টেম সিকিউরিটি ও স্টেবিলিটি অফার করবে। এছাড়া এই ফোনে জুড়বে ১ জিবি ভার্চুয়াল র‌্যাম।

Redmi Note 8 এর জন্য আসা MIUI 12.5 আপডেটের ভার্সন নম্বর V12.5.1.0.RCOMIXM। তবে মনে রাখবেন, আপাতত তাদের জন্য এই আপডেট রোল আউট করা হয়েছে, যারা এমআই পাইলট টেস্টার প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। যদি এসমস্ত ইউজার কোনো সমস্যার কথা না জানান, তাহলে খুব শীঘ্রই অন্যান্যদের জন্য আপডেটটি ছাড়া হবে।

নতুন এই আপডেট ফোনের কন্ট্রোল সেন্টারে 'গাউসিয়ান ব্লার' (Gaussian Blur) ফিরিয়ে আনবে। সুতরাং মাঝে যে গ্রে ব্যাকগ্রাউন্ড দেখা যেত, সেটি বিদায় নেবে। এছাড়া একটি সাউন্ড প্যানেল ইউআই জুড়বে। এর সাথে ১ জিবি ভার্চুয়াল র‌্যাম ফোনে যুক্ত হবে।

এছাড়া এই আপডেটে ফোনের কিছু বাগ ফিক্স করা হয়েছে। শুরুতেই বলেছি, নতুন এই আপডেট আপাতত রেডমি নোট ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য নিয়ে আসা হয়েছে। সুতরাং ভারতীয় ইউজারেরা আপডেটটি কিছুদিন পরে পাবে। আপনার ফোনে এই আপডেট এসেছে কিনা তা চেক করার জন্য, Settings থেকে About Phone সেকশনে যেতে পারেন।

Tags:    

Similar News