বিশ্বের সবচেয়ে বেশী বিক্রি হওয়া ফোন Nokia 1100, তালিকায় দ্বিতীয়‌ ও তৃতীয় মডেল কোনগুলি দেখে নিন

Nokia 1100 -কে ২০০৩ সালের ২৭শে আগস্ট ঘোষণা করা হয়েছিল এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে এর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়

একটা সময় ছিল যখন মানুষের হাতে হাতে ঘুরতো Nokia ব্র্যান্ডিংয়ের ফিচার ফোন। পরবর্তী সময়ে কোম্পানির তরফে স্মার্টফোন আনা হলেও ফিচার ফোনের মতো জনপ্রিয়তা পাইনি। আর এই দাবি যে মিথ্যে নয়, তা প্রমান করে দিয়েছে ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটস’ -এর একটি লেটেস্ট সার্ভে। যেখানে, Nokia 1100 মডেলটিকে বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া ফোন বলে আখ্যায়িত করা হয়েছে। লঞ্চ-পরবর্তী সময় থেকে ফোনটির মোট ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ইউনিট বিশ্বব্যাপী বিক্রি হয়েছে বলে উল্লেখ আছে রিপোর্টে।

অবগতির জন্য জানিয়ে রাখি, Nokia 1100 -কে ২০০৩ সালের ২৭শে আগস্ট ঘোষণা করা হয়েছিল এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে এর প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে মডেলটিকে ২০০৫ সালে ভারতে লঞ্চ করা হয়েছিল এবং তৎকালীন সময়ে এদেশে এর সর্বোচ্চ বিক্রয় মূল্য ছিল প্রায় ৫,০০০ টাকা। যদিও নির্বাচিত কিছু আঞ্চলিক বাজারে এটিকে সর্বাধিক ১০,০০০ টাকা মূল্যেও বিক্রি করা হয়েছিল। তাসত্ত্বেও গ্রাহকদের মধ্যে এই মোবাইল এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, এটি বিশ্বের সর্বোচ্চ বিক্রী হওয়া ফোনের তকমা পেয়েছে।

নোকিয়া ১১০০ মডেলটির বিপুল পরিমাণে বিক্রি হওয়ার কারণ জানতে হয়তো আপনারা সকলেই উৎসুক। মনে হতে পারে যে, এই ফোনে এমন কি ফিচার ছিল বা এর ডিজাইন কতটা আকর্ষণীয় ছিল যে ২৫ কোটি ইউনিট বিক্রি হয়েছে বিশ্বব্যাপী? জানিয়ে রাখি, নোকিয়া ১১০০ খুবই বেসিক এবং টু-দ্য পয়েন্ট ডিজাইন সহ লঞ্চ হয়েছিল। এতে সংস্থার ঐতিহ্যবাহী নেভিগেশনাল কীপ্যাড বিদ্যমান, যার মধ্যে কল ডায়াল করা ও গ্রহণ করা, বাই-ডিরেকশনাল কী এবং ভাইব্রেটিং অ্যালার্টের জন্য একটি সিঙ্গেল-বাটন অন্তর্ভুক্ত। ডিভাইসটিতে একটি বিল্ট-ইন টর্চ -ও ছিল। এক্ষেত্রে কীপ্যাডে থাকা সি-বাটন লং-প্রেস করে থাকলে টর্চটি অন হয়ে যেত এবং বাটনটি দুবার প্রেস করলে ফোন লক হয়ে যেত। অতএব বিশেষত্বের তালিকা যে খুব আহামরি এমনটা একদমই নয়।

তবে সবথেকে মজার বিষয় হল, বেসিক লুকের সাথে আসা সত্ত্বেও নোকিয়া ১১০০ ফোনটিকে এক্সপ্রেস-অন কভারের সাথে একাধিক কালার ভ্যারিয়েন্টে অফার করেছিল সংস্থাটি। যেমন – লাইট ব্লু, অরেঞ্জ, ব্ল্যাক, ডার্ক ব্লু, ইয়ালো, রেড, গ্রীন এবং পিঙ্ক সংস্করণ।

প্রসঙ্গত, ‘সর্বাধিক বিক্রি হওয়া ফোন’ এর তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ২০০৫ সালে লঞ্চ হওয়া Nokia 1110। বিশ্বব্যাপী এর ২৪৮ মিলিয়ন বা ২৪.৮ কোটি ইউনিট বিক্রি হয়েছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে Apple iPhone 6 এবং 6 Plus মডেল দুটি। বিশ্বে জুড়ে এগুলির ২২২ মিলিয়ন বা ২২.২ কোটি ইউনিট শিপমেন্ট হয়েছে। এছাড়াও সার্ভে অনুসারে, সর্বাধিক বিক্রি হওয়া ফোনের ‘টপ-২০’ তালিকায় নোকিয়া ব্র্যান্ডিংয়ের কমপক্ষে ১১টি মোবাইল সামিল রয়েছে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, ‘জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি’ -এর গণিত ও পরিসংখ্যান (Mathematics and Statistics) বিভাগ দ্বারা এই সার্ভে হোস্ট করা হয়েছে। আর যথাযথ ফলাফল পাওয়ার জন্য এই সার্ভের অধীনে সারা বিশ্ব থেকে ডেটা এবং পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।