দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে বাজারে এল Noise ColorFit Pulse 4 স্মার্টওয়াচ

Avatar

Published on:

noise-colorfit-pulse-4-launched-in-india-under-price-rs-2499

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করলো Noise ColorFit Pulse 4 স্মার্টওয়াচ। এটি Pulse সিরিজের নতুন সংস্করণ। এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার, নয়েজ হেলথ স্যুট এবং 7 দিনের ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন ColorFit Pulse 4 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Pulse 4-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise ColorFit Pulse 4 স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে 2,499 টাকা। এটি জেট ব্ল্যাক, স্পেস ব্লু, ফরেস্ট গ্রিন এবং রোজ গোল্ড পিঙ্ক কালার অপশনে এসেছে। আজ থেকে ই-কমার্স সাইট অ্যামাজন অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এটি। আর সংস্থার ওয়েবসাইট থেকে এখন বিশেষ লঞ্চ অফারে এটি কেনা যাবে, যেকারণে 250 টাকা বিশেষ ডিসকাউন্ট মিলবে।

Noise ColorFit Pulse 4-এর স্পেসিফিকেশন ও ফিচার

Noise ColorFit Pulse 4 স্মার্টওয়াচটি 1.85 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা 390X450 পিক্সেল রেজোলিউশন ও 600 নিট উজ্জ্বলতা অফার করবে। তাই কম আলো বা অতিরিক্ত উজ্জ্বল আলোতেও এর ডায়াল সবসময় দৃশ্যমান থাকবে। তাছাড়া এতে রয়েছে ট্রু সিঙ্ক টেকনোলজি যুক্ত ব্লুটুথ 5.3 সাপোর্ট।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ প্যাটার্ন, স্ট্রেস লেভেল মনিটর বর্তমান। আর এই হেলথ ফিচারগুলি নয়েজ হেলথ স্যুট টেকনোলজির মাধ্যমে মনিটরিং করা যাবে। এখানেই শেষ নয়! ঘড়িটি ডেইলি রিমাইন্ডার এবং ওয়েদার ফোরকাস্টও জানান দেবে।

এবার আসা যাক Noise ColorFit Pulse 4 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।

সঙ্গে থাকুন ➥