Royal Enfield Super Meteor 650 এর ডেলিভারি শুরু, উচ্ছ্বাসে ভাসলেন ক্রেতারা
গত কয়েক মাস ধরে যে স্বপ্ন দেখে আসছে এই ভারতবাসী তার এবার শেষ হওয়ার পালা। কারণ Royal Enfield তাদের সদ্য লঞ্চ করা প্রিমিয়াম ক্রুজার বাইক Super Meteor 650 এর ডেলিভারি দেওয়া শুরু করল। তার আগেই জানিয়েছিল যে ফেব্রুয়ারি থেকেই এদেশের গ্রাহকদের কাছে পৌছাবে এই বাইকের চাবি। এই সুপার মিটিয়রে রয়েছে তিনটি আলাদা ভ্যারিয়েন্ট- Astral, Interstellar এবং Celestial। এই তিনটি মডেলের এক্স শোরুম মূল্য যথাক্রমে ৩. ৫ লাখ টাকা ৩.৬৪ লাখ টাকা এবং ৩.৭৯ লাখ টাকা।
চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এদেশে লঞ্চ হয়েছে এটি। যদিও এর আগে গত বছরের শেষের দিকে আয়োজিত রাইডার ম্যানিয়াতে প্রথমবারের জন্য ভারতে প্রদর্শিত হয়েছিল রয়্যাল এনফিল্ডের বহু আলোচিত এই বাইক। Interceptor 650 এবং Continental GT 650 বাইক দুটিতে ব্যবহৃত একই ধরনের ইঞ্জিন রয়েছে এখানেও। সুপার মিটিয়র ৬৫০ বাইকটিতে তাই চালিকাশক্তি যোগায় ৬৪৮ সিসির এয়ার অয়েল কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭,২৫০ আরপিএম গতিতে ৪৬বিএইচপি শক্তি এবং ৫৬৫০ আরপিএম গতিতে ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
দীর্ঘ রাস্তা আরামদায়কভাবে ক্রুজ করার জন্য উপযুক্ত ভাবে তৈরি এই ইঞ্জিন। সাথে যুক্ত রয়েছে ৬ ধাপযুক্ত গিয়ার বক্স। এছাড়াও স্লিপার ক্লাচ ব্যবহৃত হয়েছে এই বাইকে। সংস্থা তাদের এই বাইকের অতিরিক্ত ওজনের কথা স্মরণে রেখে কম গিয়ার রেশিও যুক্ত ডাবল লিভার গিয়ার দিয়েছে এতে।
সুপার মিটিয়র ৬৫০ এর অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, ট্রিপার নেভিগেশন এবং অ্যাডজাস্টেবল লিভার। এছাড়াও এতে রয়েছে একটি ইউএসবি পোর্ট যা বাঁ দিকের প্যানেলের পিছনে অবস্থিত। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের চাকায় ৩২০ মিমি ডিস্ক এবং পিছনের চাকায় ৩০০ মিমির ডিস্ক সংযুক্ত রয়েছে। উন্নত সাসপেনশনের জন্য সামনের দিকে আছে ৪৩ মিমি ইউএসডি ফর্ক, যা সংস্থার ইতিহাসে প্রথম। এছাড়াও পিছনে রয়েছে টুইন শক অ্যাবজার্ভার।
এই বাইকে সংস্থার তরফ থেকে স্ট্যান্ডার্ড হিসেবে অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার লাগানো রয়েছে। সামনের দিকে ১৯ ইঞ্চির চাকার সঙ্গে ১০০/৯০ সেকশনের টায়ার সংযুক্ত থাকলেও পিছনের দিকে ১৬ ইঞ্চির চাকার সঙ্গে ১৫০/৮০ সেকশনের টায়ার দেখতে পাওয়া যায়।
সুপার মিটিয়র এর সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গ তুললে মোটামুটি ভাবে এর সমকক্ষ হিসাবে রয়েছে Kawasaki Vulcan S। তবে দামের দিক থেকে বিচার করলে এই বাইকটির যোগ্য প্রতিপক্ষরা হলো QJ Motor SRK 400, Ultraviolette F77 এবং KTM 390 Adventure।