Royal Enfield এর এই বাইক কখনও মরচে ধরবে না, নিখুঁত শিল্পকর্মে অতুলনীয় সৌন্দর্য

By :  SUMAN
Update: 2022-12-06 05:30 GMT

ভারতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বাইকে সবচেয়ে বেশি কাস্টমাইজেশন করতে দেখা যায়। হরেক আকর্ষণীয় ডিজাইন যা তাক লাগিয়ে দেয় সবাইকে। এবারও তেমনই একটি রয়্যাল এনফিল্ডের নজরকাড়া ডিজাইনের মডিফায়েড বাইকের দেখা মিলল। এটি আদতে একটি Royal Enfield Electra 350 CI-এর মডেল। টিএনটি মোটরসাইকেলস নামক একটি প্রতিষ্ঠান এটি মডিফাই করেছে।

মডিফায়েড রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা-র মালিক তাঁর এই বাইকটি চির অক্ষত অবস্থায় নিজের বাড়িতে সাজিয়ে রাখার জন্য কাস্টমাইজ করিয়েছেন। কাস্টমাইজ করানোর আগে ওই ব্যক্তি প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে বলেছিলেন, “আমার জন্য এমন একটি নতুন বাইক নির্মাণ করুন, যেটি আপনি নিজের জন্য তৈরি করতেন।” সবচেয়ে আকর্ষণের বিষয় হল, অদ্ভুত ডিজাইনের এই বাইকটিকে দেখে তার আসল রূপ সম্পর্কে আন্দাজ করা কারোর পক্ষেই সম্ভব নয়।

মোটরসাইকেল মানেই একটা সময় সৌন্দর্য নষ্ট করে দেখা দেবে মরচে। তবে এখানে বাইকটির সম্পূর্ণ বডি প্যানেল স্টেনলেস স্টিল (SS 304) ও অ্যালুমিনিয়ামের দ্বারা নির্মিত হওয়ায় মরচে ধরার কোন সম্ভাবনাই নেই। এর সম্পূর্ণ বডি প্যানেলটি পরিষ্কার ভাবে কোটেড এবং পালিশ করা। তাই যদি ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, তবে দীর্ঘ সময় পর্যন্ত মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় থাকবে বলে দাবি করা হয়েছে। বলতে গেলে, সৌন্দর্যের নিরিখে আমাদের দেখা অন্যতম নিখুঁত মডিফায়েড বাইক এটি।

ডিজাইনের দিক থেকে বাইকটিতে পুরনো দিনের ক্যাফে এবং বোর্ড ট্র্যাকারের দর্শন ফুটিয়ে তোলা হয়েছে। চ্যাসিসটি পুরোদস্তুর নতুন। আবার ফুয়েল ট্যাঙ্ক হ্যাঙ্গার, হাব, ডিস্ক প্লেট কভার, এসপ্রকেট কভার, ইঞ্জিন পয়েন্ট কভার এবং রিয়ার অ্যাক্সেল কভার অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়া বিশেষ বিশেষ অংশ যেমন হ্যান্ডেল বার, ফুটপেগ, ব্রেক লিভার, গিয়ার লিভার, কিক, সাইড স্ট্যান্ড, ডিস্ক প্লেট, এগজস্ট পাইপ স্টেনলেস ডিল দ্বারা নির্মিত।

তবে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রার ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। মতোই ৩৫০ সিসি কাস্ট আয়রনের তৈরি ইঞ্জিন বিদ্যমান। মডিফায়েড মোটরসাইকেলটি মালিক তাঁর নিজের স্ত্রীর নামের সাথে মিল রেখে ‘গুঞ্জ’ নামকরণ করেছেন। এটি ‘ইন্ডিয়া বাইক উইক ২০২২’-তে প্রদর্শিত হয়েছে। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মোটরসাইকেলটি।

Tags:    

Similar News