জানুয়ারিতে ভারতে Royal Enfield-এর ব্যবসায় মন্দা, তবুও রপ্তানি বৃদ্ধি পেয়েছে 102 শতাংশের বেশি
নতুন বছরের প্রথম মাস একাধিক গাড়ি সংস্থার জন্য সুখবর বয়ে নিয়ে এলেও Royal Enfield-এর জন্য বিক্রির নিরিখে জানুয়ারি ছিল তুলনামূলক খারাপ। গত মাসে সংস্থাটি ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ৫৮,৮৩৮ ইউনিট মোটরসাইকেল বিক্রি করেছে। ২০২১-এর জানুয়ারিতে তাদের ৬৮,৮৮৭ ইউনিট বাইক বিক্রি হয়েছিল। কার্যত বোঝাই যাচ্ছে বছরের শুরুতেই Royal Enfield-এর ব্যবসায় কতটা মন্দা গিয়েছে।
গত মাসে ভারতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ৪৯,৭২৬টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। যা গতবারের তুলনায় ২৩% কম। ২০২১-এর প্রথম মাসে এই সংখ্যাটি ছিল ৬৪,৩৭২ ইউনিট। তবে এখানে সংস্থাটির জন্য একটি ইতিবাচক খবর রয়েছে। গতবারের তুলনায় এবার মোটরসাইকেল রপ্তানি এক ধাক্কায় ১০২ শতাংশেরও অধিক বৃদ্ধি পেয়েছে। গত বছর জানুয়ারিতে তারা ৪,৫১৫ ইউনিট মোটরবাইক আন্তর্জাতিক বাজারে রপ্তানি করলেও, এবারে রপ্তানির সংখ্যাটি ছিল ৯,১১২ ইউনিট।
অন্যদিকে ২০২১-২২ অর্থবর্ষে দেশীয় বাজার এবং রপ্তানি মিলিয়ে রয়্যাল এনফিল্ডের বাইক বিক্রির সংখ্যা ৪,৭৫,৪৩১ ইউনিট। ২০২০-২১ এ যা ছিল ৪,৭৬,৬৩৩ ইউনিট। সে দিক থেকে দেখতে গেলে সংস্থাটির সর্বোপরি ব্যবসা ঠিকঠাকই রয়েছে।
নিজেদের ব্যবসার প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বাজারে বিক্রির পরিমাণ দৃঢ়ভাবে বেড়ে চলেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, একাধিক দেশ যেমন ফিলিপিন্স, ব্রিটেন, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একাধিক নতুন পণ্যের সাথে তাদের সর্বাধিক জনপ্রিয় মডেল Classic 350 লঞ্চ করা হয়েছে। আবার নতুন Royal Enfield Classic 350-র এক লক্ষ তম মডেলটি সম্প্রতি কোম্পানির কারখানা থেকে বেরিয়েছে বলে জানানো হয়েছে।